বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিক্রিয়াএকেই বলে ঠেলার নাম বাবাজি! পাকিস্তানের সঙ্গে দোস্তি করে বেড়ে খেলতে গিয়েছিল বাংলাদেশ। ICC-র ধমক খেয়ে ফের পথে এল। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গলার সুর মিনমিন করছে। দেশের ক্রিকেটে সম্ভাব্য বিপদ আঁচ পেয়ে এখন বিসিবি-র দাবি, ICC-র সঙ্গেই তারা কাজ করবে। যার নির্যাস, সব আপত্তি খারিজ করে ঘাড় ধরে বাংলাদেশকে ভারতের মাটিতেই খেলাচ্ছে ICC। হাওয়া বুঝে সব মেনে নিল বাংলাদেশ।
বাংলাদেশের সুর বদলে গেল
T20 বিশ্বকাপে ইডেন সহ ভারতের একাধিক ভেন্যুতে ম্যাচ রয়েছে বাংলাদেশের। ইডেনে অনেকগুলি ম্যাচ খেলবে বাংলাদেশ। ভারত-বাংলাদেশ খারাপ সম্পর্কের আবহে বাংলাদেশের ক্রিকেট বোর্ড দাবি করেছিল, T20 বিশ্বকাপ তারা ভারতে খেলতে চায় না। তাদের ম্যাচ শ্রীলঙ্কায় রাখা হোক। বাংলাদেশের আশ্চর্য যুক্তি ছিল, ভারতে নাকি বাংলাদেশ টিমের নিরাপত্তা নিয়ে আশঙ্কা রয়েছে। ছেঁদো যুক্তি ধোপে টেকেনি। ভার্চুয়াল মিটিংয়ে ICC স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভারতেই খেলতে হবে বাংলাদেশকে। ভেন্যু বদল করা যাবে না।
ICC-র এই সিদ্ধান্তের পরে প্রতিক্রিয়ায় সুর নরম হয়ে গিয়েছে বাংলাদেশের। বিসিবি বিবৃতিতে জানাল, 'আমরা ICC-র সঙ্গেই কাজ করতে চাই।' তবে ভারত থেকে বাংলাদেশে ম্যাচ সরানোর বিষয়ে চুপ থাকল। BCB প্রকাশ্যে আপত্তি না করলেও, ভেন্যু বদলানো হবে না, এই কথাটা তারা কার্যত মেনে নিল। বিসিবি-র আরও দাবি, কিছু সংবাদমাধ্যমে বলা হয়েছে, এই বিষয়ে BCB-কে নাকি চূড়ান্ত হুঁশিয়ারি (আলটিমেটাম) দেওয়া হয়েছে। এই দাবি পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন।
মুস্তাফিজুর যাচ্ছেন পাকিস্তান
যাবতীয় বিতর্ক শুরু হয় IPL-এ KKR টিম থেকে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়ে। সেই মুস্তাফিজুর IPL থেকে তাড়া খেয়ে এখন পাকিস্তান যাচ্ছেন। পাকিস্তান সুপার লিগ ঘোষণা করে দিয়েছে, মুস্তাফিজুর খেলবেন। ৮ বছর আগে মুস্তাফিজুর পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সে খেলতেন। পাকিস্তান ভারতের শত্রু। তাই ভারত পাকিস্তানের মাটিতে, কিংবা পাকিস্তান ভারতের মাটিতে ক্রিকেট ম্যাচ খেলে না দীর্ঘদিন। তাই প্রতিটি টুর্নামেন্টেই দুই দেশের ম্যাচ নিরপেক্ষ কোনও একটি দেশে হয়। T20 বিশ্বকাপেও ম্যাচ হবে শ্রীলঙ্কায়।
ছেঁদো যুক্তি দিয়েছিল বাংলাদেশ
কিন্তু ভারতের সাহায্যেই বিশ্বক্রিকেটে জায়গা পাওয়া বাংলাদেশের ক্ষেত্রে এই নিয়ম নেই। মুস্তাফিজুর ইস্যু হওয়ার ইউনূস প্রশাসনের সিদ্ধান্ত, IPL সম্প্রচার করা হবে না বাংলাদেশে। তারপরেই ন্যাকামি করে বিসিবি দাবি করে, প্লেয়ারদের নিরাপত্তার স্বার্থে তারা ভারতে ম্যাচ খেলতে চায় না। ভেবেছিল ICC এই সব যুক্তি মেনে নেবে। কিন্তু শেষমেশ জোর ধাক্কা খেয়েছে। ICC স্পষ্ট জানিয়ে দিল, T20 বিশ্বকাপে বাংলাদেশের যেসব ম্যাচ ভারতে হওয়ার সূচি রয়েছে, সেই ম্যাচগুলি ভারতেই খেলতে হবে বাংলাদেশকে।