শাকিব আল হাসানশাকিব আল হাসান কি ফিরতে চলেছেন বাংলাদেশ দলে? পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে তাঁকে দলে নেওয়া হতে পারে। ফারুক আহমেদ বোর্ড সভাপতি থাকার সময় থেকে বিসিবিও চাইছে তাঁকে ফেরাতে, এখন পর্যন্ত ব্যর্থ তারাও। তবে বিসিবি এবার প্রকাশ্যেই ঘোষণা দিয়েছে শাকিবকে জাতীয় দলের জন্য বিবেচনায় রাখার।
গ্রেফতার হওয়ার সম্ভাবনা ছিল শাকিবের
তাঁকে ফেরানোর একটা সময়ও ঠিক করে নিয়েছে বোর্ড। আগামী মার্চে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজ দিয়েই শাকিবকে জাতীয় দলে ফেরানোর ইচ্ছা বিসিবির। ২০২৪ সালের ৫ আগস্টের গণ–অভ্যুত্থানের পর আর দেশে আসতে পারেননি ওই বছরেরই জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লিগের সংসদ সদস্য হওয়া শাকিব। তিনি চেয়েছিলেন ২০২৪ সালের সেপ্টেম্বরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় বলবেন। কিন্তু তত দিনে শাকিবের নামে বেশ কয়েকটি মামলা হয়ে গেছে। দেশে এলে গ্রেফতার হওয়ার সম্ভাবনা ছিল, ছিল বিরোধীদের রোষানলে পড়ার ভয়ও। ফারুক আহমেদের বোর্ড তাই চেষ্টা করেও সাকিবের ইচ্ছা পূরণ করতে পারেনি।
বোর্ড তাঁকে ফেরানোর কথা বিবেচনা করছে
আমিনুল ইসলামের বর্তমান বোর্ডও চায় শাকিবকে ফিরিয়ে আনতে। সভার পর বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন সাংবাদিকদের জানান, শাকিবকে আবারও জাতীয় দলে বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। ফর্ম ও ফিটনেস সন্তোষজনক হলে নির্বাচকেরা তাঁকে দলে নিতে পারবেন। সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক আসিফ আকবর জানান, সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ শুরু করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম।
শাকিব কি আদৌ খেলবেন?
তবে শাকিব খেলা চালিয়ে যাবেন কিনা সেটা একেবারেই তাঁর উপর ছেড়ে দিতে চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গ্রেফতার আতঙ্ক ছাড়া শাকিবকে জাতীয় দলে নিতে আগেও অবশ্য আনুষ্ঠানিক কোনো নিষেধাজ্ঞা ছিল না। তবে প্রাক্তন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া প্রকাশ্যে তাঁর দেশে ফেরার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। সশ্যাল মিডিয়ায় তাঁকে ছেড়ে কথা বলেননি শাকিবও। দুজনের এই অবস্থানের মধ্যে বিসিবির পক্ষে তখন সম্ভব ছিল না সাকিবের হয়ে গলা উঁচু করা। সে কারণেই বিষয়টি এত দিন চাপা পড়ে ছিল।
শাকিবের সঙ্গে বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো কথা বলেছে। সেখানে তিনি যে দেশের জার্সিতে খেলতে আগ্রহী তা আরও একবার স্পষ্ট করেছেন তারকা অলরাউন্ডার। তিনি আশাবাদী, সরকারের সঙ্গে বিসিবির আলোচনার মাধ্যমে তাঁর দেশে আসার ও জাতীয় দলের হয়ে খেলার সুযোগ তৈরি হবে। পাকিস্তান সিরিজকে পাখির চোখ করছেন তিনিও।