Bangladesh Cricket Team: বাদ পড়লেন লিটন-সাকিব, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের দল কেমন?

চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy 2025) দল ঘোষণা করে দিল বাংলাদেশ (Bangladesh Cricket Board)। নির্ধারিত সময়ের আগেই প্রাথমিক দল ঘোষণা করে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে সেই দলে জায়গা হয়নি সাকিব আল হাসান (Shakib Al Hasan) ও লিটন দাসের (Liton Kumar Das)। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত (Nazmul Hossain Shanto)। দলে রয়েছে বেশ কয়েকটা চমক। আইসিসির (ICC) এই মেগা ইভেন্টের দল থেকে বাদ পড়েছেন ২ তারকা ক্রিকেটার। 

Advertisement
বাদ পড়লেন লিটন-সাকিব, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের দল কেমন?বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 স্কোয়াড

চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy 2025) দল ঘোষণা করে দিল বাংলাদেশ (Bangladesh Cricket Board)। নির্ধারিত সময়ের আগেই প্রাথমিক দল ঘোষণা করে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে সেই দলে জায়গা হয়নি সাকিব আল হাসান (Shakib Al Hasan) ও লিটন দাসের (Liton Kumar Das)। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত (Nazmul Hossain Shanto)। দলে রয়েছে বেশ কয়েকটা চমক। আইসিসির (ICC) এই মেগা ইভেন্টের দল থেকে বাদ পড়েছেন ২ তারকা ক্রিকেটার। 
 

বাদ পড়েছেন সাকিবও
সাম্প্রতিক সময় ছন্দে না থাকলেও পাকিস্তানে গিয়ে টেস্টে দুরন্ত ইনিংস খেলেছিলেন। সেই অভিজ্ঞতার সুবাদে তাঁকে পাকিস্তানে নিয়ে যেতেই পারত বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কিন্তু তাঁরা উইকেটরক্ষার জন্য ভরসা রাখতে চলেছেন মুশফিকুর রহিমের (Mushfiqur Rahim) ওপর। বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসানও। তিনি দেশের জার্সিতে খেলতে চেয়েছিলেন বিদেশের মাটিতে। তবে সম্প্রতি বোলিং টেস্টে দ্বিতীয়বার ব্যর্থ হন তিনি। চেন্নাইতে বোলিং অ্যাকশনের পরীক্ষা ফেল করতেই স্রেফ তাঁকে ব্যাটার হিসেবে দলের সঙ্গে না নিয়ে যাওয়ার সিদ্ধান্তই নিলেন বাংলাদেশ বোর্ডের নির্বাচকরা।

সাকিব চেয়েছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেশের হয়ে খেলতে, এরপরই অবসর নিতে পারতেন তিনি। কিন্তু প্রাথমিক স্কোয়াডে তাঁরা না থাকা কার্যত শেষ আইসিসি প্রতিযোগিতায় তাঁর খেলতে নামার স্বপ্নকে ভেঙে দিল। এমনিতেই রাজনৈতিক কারণে দেশে গত বছর থেকেই সাকিব বিরোধী আওয়াজ উঠেছে। এই আবহে বোলিং অ্যাকশন পরীক্ষায় ফেল করে দল থেকে বাদ পড়লেন তিনি।

বাংলাদেশের স্কোয়াড
বাংলাদেশের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রয়েছেন- অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, তানজিদ হাসান, তহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, জাকের আলি, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হাসান ইমন, নাসিম আহমেদ, তানজিম হাসান শাকিব, নাহিদ রানা।

POST A COMMENT
Advertisement