কেকেআর-এ খেলার সুযোগ হাতছাড়া মুস্তাফিজুর ৯ কোটিরও বেশি দামে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কিনেছিল KKR। কিন্তু, BCCI-এর নির্দেশে টুর্নামেন্টে খেলতে পারবেন না ওই তারকা ক্রিকেটার। তার জেরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। কিন্তু ব্যক্তিগতভাবে কেমন আছেন তিনি? এত বড় টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়ে হাতছাড়া হওয়ার ফলে কি ভেঙে পড়েছেন?
এই বিষয়ে উত্তর দিলেন মুস্তাফিজুরের সতীর্থ রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। এই দলের হয়েই বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলছেন ওই জোরে বোলার। নুরুল জানান, মুস্তাফিজুরের যা প্রাপ্য ছিল তা তিনি পাননি। ফলে এখনও কিছুটা হতাশা থাকতে পারে। সেটাই স্বাভাবিক।
সঙ্গে এও জানান, চাপ থাকলেও তা মাঠে প্রকাশ করেননি মুস্তাফিজুর। বরং তিনি খুব ভালো পারফর্ম করেছেন। সত্যিই বলেছেন রংপুরের অধিনায়ক। কারণ, সিলেটের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ জয় ছিনিয়ে নিতে দলকে সাহায্য করেছেন মুস্তাফিজুর।
তাঁর প্রশংসা করে অধিনায়ক বলেন, 'আমাদের কাছে মুস্তাফিজুর একজন বিশ্বমানের বোলার। তিনি দীর্ঘদিন ধরেই নিজেকে প্রমাণ করে আসছেন। সবার তাঁর উপর আস্থা আছে। তাঁর সম্পর্কে নতুন করে বলার মতো কিছু নেই। মাঠে তিনি যথেষ্ট সাবলীল। তবে কেকেআর থেকে সদ্য বাদ পড়ার ফলে এখনও কিছুটা হতাশা থাকতে পারে। এখন যা পাচ্ছেন বা পেয়েছেন তিনি তার থেকে বেশি পেতে পারতেন। তবে যা হয়েছে ভালোই হয়েছে। মুস্তাফিজুরও ঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এটা ঠিক যে, অনেকে এটা নিয়ে কথা বলছেন। মুস্তাফিজুরেরও হয়তো খারাপ লাগা আছে। একজন ক্রিকেটার সব সময় সেরাটা ভালো জায়গায় দেওয়ার চেষ্টা করবেন। সেটাই তাঁর প্রত্যাশা থাকা উচিত।'
এইন ম্যাচে জেতার পর নিজেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মুস্তাফিজুর। তিনি লেখেন, 'দলের প্রয়োজনে কাজে আসতে পেরে ভালো লাগছে। সুন্দর অনুভূতি।'
এদিকে মুস্তাফিজুর রহমানকে আইপিএল-এ খেলতে না দেওয়ার প্রতিবাদে আইপিএল দেখানো বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকারের। এর আগে একই কারণে ভারতে বিশ্বকাপ খেলতে আসতে অস্বীকার করেছে বাংলাদেশ। আর এবার নিজেদের দেশে IPL-এর মতো মেগা ইভেন্টের সম্প্রচার বন্ধ করে দিল মহম্মদ ইউনূসের প্রশাসন।