Bangladesh Cricket : IPL সম্প্রচার করতে চায় না বাংলাদেশ সরকার, কী কী পদক্ষেপ করছে ইউনূস প্রশাসন?

ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে IPL থেকে বাদ দেওয়ার জেরে ভারতে বিশ্বকাপ খেলতে আসতে অস্বীকার করেছে বাংলাদেশ। এখন তারা নিজেদের দেশে IPL-এর মতো মেগা ইভেন্টের সম্প্রচার বন্ধ করতে চাইছে।

Advertisement
IPL সম্প্রচার করতে চায় না বাংলাদেশ সরকার, কী কী পদক্ষেপ করছে ইউনূস প্রশাসন? আইপিিএল সম্প্রচার বন্ধ করার কথা ভাবছে বাংলাদেশ
হাইলাইটস
  • নিজেদের দেশে IPL-এর মতো মেগা ইভেন্টের সম্প্রচার বন্ধ করতে চাইছে বাংলাদেশ
  • কী করতে চাইছে ইউনূস প্রশাসন?

ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে IPL থেকে বাদ দেওয়ার জেরে ভারতে বিশ্বকাপ খেলতে আসতে অস্বীকার করেছে বাংলাদেশ। এখন তারা নিজেদের দেশে IPL-এর মতো মেগা ইভেন্টের সম্প্রচার বন্ধ করতে চাইছে। কীভাবে তা করা যায় সেই বিষয়ে আইনি দিকগুলো খতিয়ে দেখছে বাংলাদেশ সরকার। প্রশাসনের কর্তা-ব্যক্তিরা তা নিয়ে আলোচনাও করেছেন। 

বাংলাদেশে IPL সম্প্রচারের স্বত্ব রয়েছে টি-স্পোর্টসের হাতে। ২০২৭ সাল পর্যন্ত তাদেরই খেলা দেখানোর কথা। ২০২৩ সালে ভায়াকম ১৮- এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল ওই সংস্থা। এখন ইউনূস প্রশাসন চাইছে, সেই স্বত্ব যেন আর না থাকে। তাহলেই বাংলাদেশে বিশ্বের সবথেকে বড় ক্রিকেট প্রিমিয়ার লিগ সম্প্রচারিত হবে না। 

বাংলাদেশের সংবাদমাধ্যমের একাংশে প্রকাশ, IPL-এর সম্প্রচার বন্ধ করার জন্য কী কী করণীয় সেই সংক্রান্ত বৈঠক বসে ঢাকার সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামে। IPL-এর সম্প্রচার বন্ধের জন্য কী কী আইনি প্রক্রিয়া রয়েছে তা নিয়ে আলোচনা করে অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, 'IPL থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। বাংলাদেশ শক্ত অবস্থান নেবে।' 

তবে এর ফলে যে ভারতের সঙ্গে বৈদেশিক ও কূটনৈতিক সম্পর্কে কোনও প্রভাব পড়বে না, তাও জানিয়ে দেন রিজওয়ানা হাসান। 'এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের উপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। তবে বাংলাদেশের জোরে বোলারকে কেন বাদ দেওয়া হল, তা বিবেচনায় আনা জরুরি।' 

আসন্ন টি 20 বিশ্বকাপের আসর বসছে ভারত ও শ্রীলঙ্কায়। মুস্তাফিজুর রহমানের ঘটনার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি-কে চিঠি লিখে জানায়, তাদের দল ভারতে খেলতে চায় না। যেন শ্রীলঙ্কায় ম্যাচগুলো করানো হয়। তবে তা নিয়ে BCCI জানিয়ে দেয়, ভারতে বাংলাদেশের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। ভারতের তরফ থেকে সব রকমের ব্যবস্থা করা হবে। তারপর যদিও বাংলাদেশের আর কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি। এখন দেখার সত্যিই বাংলাদেশ ভারতে টিম পাঠাই কি না বা আইপিএল সম্প্রচার বন্ধ করে কি না। 

Advertisement

POST A COMMENT
Advertisement