
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আবারও নাটকীয় পরিস্থিতি তৈরি করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার দ্বিতীয়বারের জন্য আইসিসিকে নতুন চিঠি পাঠিয়ে ভারত সফর নিয়ে বিশেষ নিরাপত্তা উদ্বেগের কথা জানাল ঢাকার বোর্ড। পাশাপাশি জানায় ভারত নয়, ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হোক।
৭ ফেব্রুয়ারি বিশ্বকাপ শুরু। ফিক্সচার অনুযায়ী বাংলাদেশকে তিনটি ম্যাচ খেলতে হবে কলকাতায়, একটি মুম্বইয়ে। কিন্তু বিসিবি এখনও ভারত সফরের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে না। বিশেষ করে মুস্তাফিজুর রহমানকে বিসিসিআইয়ের নির্দেশে আইপিএল থেকে রিলিজ করে নেওয়ার পর থেকেই উত্তেজনা বেড়েছে।
বিসিবি সূত্রের দাবি, আলোচনা হয়েছে বাংলাদেশের ক্রীড়ামন্ত্রকের উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে। তাঁদের পরামর্শেই আইসিসিকে দ্বিতীয় চিঠি পাঠানো হয়েছে। নিরাপত্তা নিয়ে কোন কোন বিষয়ে শঙ্কা রয়েছে, তা বিশদে জানিয়েছে ঢাকার বোর্ড যদিও চিঠির নির্দিষ্ট বিবরণ প্রকাশ করা হয়নি।
এদিকে এই ইস্যুতে বিসিবির ভেতরেও মতভেদ তৈরি হয়েছে। বোর্ডের একাংশ নিরাপত্তা কারণ দেখিয়ে কড়া অবস্থান নিচ্ছে, অপর গ্রুপ মনে করছে, ভারত ও আইসিসির সঙ্গে আলোচনার দরজা খোলা রাখা জরুরি। দ্বিতীয় পক্ষটির জোর যদি দল ভারতে আসে, তাহলে ‘ফুলপ্রুফ’ নিরাপত্তার ব্যবস্থা থাকা আবশ্যক।
এখনও পর্যন্ত আইসিসি এই বিতর্কে মুখ খুলতে নারাজ। ঢাকার বোর্ড কোন ধরনের নিরাপত্তা শঙ্কা তুলে ধরছে।সেই বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা চেয়েছে তারা। তবে কলকাতা ও মুম্বইয়ের ম্যাচ শ্রীলঙ্কার কলম্বোতে সরিয়ে নেওয়ার কোনও ইঙ্গিত এখনও দেয়নি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। তবে বিসিবির দাবি আইসিসি তাদের সঙ্গে নিরাপত্তা বিষয়টি মূল্যায়ন করতে আগ্রহ দেখিয়েছে।