বাংলাদেশের ভারতে খেলা নিয়ে আইসিসি T20 বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের আবদার সম্ভবত শুনবে না ICC। পাকিস্তানের জুতোয় পা গলিয়ে বাংলাদেশের দাবি ছিল, T20 বিশ্বকাপে ভারতে ম্যাচ খেলতে রাজি নয় বিসিবি। IPL-এ KKR টিম থেকে মুস্তাফিজুর রহমানের বাদ পড়াকে কেন্দ্র করে যে বিতর্ক শুরু হয়েছিল, তার জল গড়াচ্ছে অনেক দূর। মুস্তাফিজুর ইস্যুর পরেই বিসিবি দাবি করে, ভারতে ম্যাচ খেলবে না বাংলাদেশ। তবে বাংলাদেশের এই আবদার ধোপে টিকছে না। কারণ, ICC ম্যাচের ভেন্যু বদলাতে রাজি হলেও, ভারত থেকে বাংলাদেশের সব ম্যাচ সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।
ইডেনে একাধিক ম্যাচ রয়েছে বাংলাদেশের
একাধিক সংবামাধ্যম সূত্রের খবর, বাংলাদেশ যেভাবে শেষ মূহূর্তে ভারত থেকে ম্যাচ সরানোর আবেদন করছে, তা মেনে নেওয়া মুশকিল। কারণ, ইতিমধ্যেই T20 বিশ্বকাপের সূচি প্রকাশিত হয়ে গিয়েছে। ইডেনে একাধিক ম্যাচ রয়েছে বাংলাদেশের। গোটা টুর্নামেন্টের সঙ্গে একটি বিরাট ব্যবসায়িক স্বার্থ জড়িয়ে থাকে। জানা যাচ্ছে, ICC বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে প্রস্তাব দিয়েছে, বাংলাদেশের ম্যাচের ভেন্যু বদল করা যেতে পারে। দেশ নয়। অর্থাত্ শ্রীলঙ্কায় নয়, ভারতেই অন্য স্টেডিয়ামে ম্যাচ হোক। বস্তুত, ভারতের ম্যাচগুলি শ্রীলঙ্কায় স্থানান্তরিত করার জন্য আইসিসি-কে দুটি চিঠি দিয়েছে বিসিবি।
চেন্নাই ও তিরুঅনন্তপুরমে আয়োজনের প্রস্তাব দিচ্ছে আইসিসি
সে ক্ষেত্রে ইডেনের ম্যাচগুলি সরিয়ে চেন্নাই ও তিরুঅনন্তপুরমে আয়োজনের প্রস্তাব দিচ্ছে আইসিসি। যদিও এই প্রস্তাবে খুশি নয় বাংলাদেশ। বিসিবি সভাপতি আমিনুল ইসলামের বক্তব্য, ভারতেই অন্য ভেন্যুতে খেলা মানে তো ভারতেই খেলা। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে T20 World Cup। গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই ভারতে হওয়ার কথা। যার মধ্যে প্রথম তিনটি কলকাতায় ইডেনে হবে, শেষটি মুম্বইয়ে। ক্রিকবাজ-এর খবর অনুযায়ী, বিসিবি শ্রীলঙ্কায় খেলার ব্যাপারে অনড় থাকলেও আইসিসি ভারতের ভেতরেই বিকল্প ভেন্যু খুঁজছে। গত ৩ জানুয়ারি মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়। বিসিবি-র দাবি ছিল, একজন ক্রিকেটারকে নিরাপত্তা না দিতে পারলে, বাকিদের জন্য কীভাবে নিরাপদ হবে ভারতে ম্যাচ।
বাংলাদেশের জন্য পাকিস্তানের দরদ
এদিকে পরিস্থিতি দেখে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে পাকিস্তান। বাংলাদেশ কত ভাল বন্ধু, এটি প্রমাণ করতে, পিসিবি-র প্রস্তাব, বাংলাদেশে তাদের ম্যাচগুলি পাকিস্তানের মাটিতে খেলতে পারে। পাক সংবাদমাধ্যম জিও টিভি-র খবর অনুযায়ী, পিসিবি-র তরফে পাকিস্তান সরকারকে প্রস্তাব দেওয়া হয়েছে, শ্রীলঙ্কায় ভেন্যু না পাওয়া গেলে টি২০ বিশ্বকাপের ম্যাচগুলি পাকিস্তানেও খেলতে পারে বাংলাদেশ। বিশ্বকাপের ম্যাচ আয়োজনের জন্য পাকিস্তানের সব স্টেডিয়াম তৈরি আছে।