Bangladesh India Dispute: ভারতে যাবে না, পাকিস্তানে সমস্য়া নেই বাংলাদেশ দলের; দাবি

Bangladesh India Dispute: পাশাপাশি আইসিসিকে একাধিকবার চিঠি পাঠিয়ে কলকাতা ও মুম্বইয়ে নির্ধারিত ম্যাচ সরানোর অনুরোধ জানানো হয়েছে। যদিও বিসিবি আগেই জানিয়েছে, আইসিসির কাছ থেকে এখনো কোনও আনুষ্ঠানিক উত্তর আসেনি।

Advertisement
ভারতে যাবে না, পাকিস্তানে সমস্য়া নেই বাংলাদেশ দলের; দাবি

Bangladesh India Dispute: টানা ষোলো মাস ধরে ‘ভারতবিরোধী পরিবেশ’ ও ‘সাম্প্রদায়িক উত্তেজনা’ বেড়ে চলেছে। এমন অভিযোগ তুলে আগামী টিটোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর জন্য ভারত সফর স্পষ্টভাবে বাতিল করলেন বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ১২ জানুয়ারি ২০২৬ ফের একবার তিনি জানালেন, ভারতীয় মাটিতে একটিও ম্যাচ খেলতে যাবে না বাংলাদেশ দল। তাঁর মতে, কলকাতা ও মুম্বইয়ের মতো শহরে নিরাপত্তা নিশ্চিত করা যাবে না।

মুস্তাফিজ ঘটনার রেশ এখনও কাটেনি
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ছাড়ার ঘটনায় বাংলাদেশ এখনও ক্ষুব্ধ। বাংলাদেশ সরকারের দাবি,  বিসিসিআই-এর পরামর্শেই কলকাতা নাইট রাইডার্স তাকে চুক্তি থেকে সরিয়ে দেয়। এই ঘটনাকেই ‘বিদ্বেষের প্রমাণ’ হিসেবে দেখিয়ে আসিফ নজরুল বলেছেন, “নিরাপত্তা নেই, তাই সফরও নয়।”

শ্রীলঙ্কা-পাকিস্তান-ইউএই, ভারত ছাড়া যেকোনও জায়গা চাই
বাংলাদেশ সরকারের অবস্থান স্পষ্ট, ম্যাচ হলে বিদেশে হবে। ভারত ছাড়া শ্রীলঙ্কা, পাকিস্তান বা ইউএই, যে কোনও দেশে খেলতে রাজি তাঁরা। কিন্তু ভারতের অন্য কোনও শহর নয়। কলকাতা বা মুম্বইয়ের বদলে অন্য ভারতীয় মাঠে খেলার প্রস্তাব আসলেও বাংলাদেশ মানতে রাজি নয়।

আইসিসিকে পক্ষপাতিত্বের অভিযোগ
আসিফ নজরুল আরও অভিযোগ করেন, আইসিসি ভারসাম্যপূর্ণ ভূমিকা পালন করছে না। ভারতীয় প্রভাবের কাছে নতি স্বীকার করছে। তাঁর দাবি, ভারতের পরিকাঠামো বা প্রচারবাজার নয়, নিরাপত্তাই প্রধান হওয়া উচিত। তাই নিরপেক্ষ ভেন্যু ছাড়া কোনও প্রস্তাব গ্রহণযোগ্য নয়।

সম্প্রচার নিষেধাজ্ঞা ও চিঠিপত্র
মুস্তাফিজ বিতর্কের পর থেকেই বাংলাদেশ অনির্দিষ্টকালের জন্য আইপিএল সম্প্রচার বন্ধ করে দিয়েছে দেশে। পাশাপাশি আইসিসিকে একাধিকবার চিঠি পাঠিয়ে কলকাতা ও মুম্বইয়ে নির্ধারিত ম্যাচ সরানোর অনুরোধ জানানো হয়েছে। যদিও বিসিবি আগেই জানিয়েছে, আইসিসির কাছ থেকে এখনো কোনও আনুষ্ঠানিক উত্তর আসেনি।

POST A COMMENT
Advertisement