Bangladesh vs UAE: UAE-এর বিরুদ্ধেও সিরিজ হার, বাংলাদেশের লজ্জা বাড়ালেন লিটনরা

পরের বছরেই টি২০ বিশ্বকাপ খেলতে নামবে বাংলাদেশ। তবে তার আগে লজ্জার হার সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে। বুধবার মাত্র ১৬৩ রান তাড়া করতে নেমে জয় পায় সংযুক্ত আরব আমিরশাহি। এই প্রথমবার টেস্ট খেলা কোনও দেশের বিরুদ্ধে সিরিজ জিতল কোনও অ্যাসোসিয়েট দল। প্রথম ম্যাচ জিতলেও, পরপর দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হয় বাংলাদেশের। 

Advertisement
UAE-এর বিরুদ্ধেও সিরিজ হার, বাংলাদেশের লজ্জা বাড়ালেন লিটনরা UAE খেলোয়াড়

পরের বছরেই টি২০ বিশ্বকাপ খেলতে নামবে বাংলাদেশ। তবে তার আগে লজ্জার হার সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে। বুধবার মাত্র ১৬৩ রান তাড়া করতে নেমে জয় পায় সংযুক্ত আরব আমিরশাহি। এই প্রথমবার টেস্ট খেলা কোনও দেশের বিরুদ্ধে সিরিজ জিতল কোনও অ্যাসোসিয়েট দল। প্রথম ম্যাচ জিতলেও, পরপর দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হয় বাংলাদেশের। 

দ্বিতীয় ম্যাচে দারুণ ভাবে ফেরে আমিরশাহি 
প্রথম ম্যাচে হারতে হলেও, দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ইউএই।  ২০০-র উপর রান তাড়া করে জিতে নেয় ম্যাচ। শেষ ম্যাচেও নিখুঁত ক্রিকেট খেলেছে তারা। আন্তর্জাতিক ক্রিকেটে বড় দলকে টেক্কা দেওয়ার ক্ষমতা যে তাদের রয়েছে সেটা বুঝিয়ে দিয়েছে। বুধবার আগে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। ১৮ বলে ৪০ রান করে বাংলাদেশের শুরুটা খুবই ভাল করেছিলেন তানজিদ হাসান তামিম। কিন্তু টপ এবং মিডল অর্ডারের ব্যর্থতায় ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং।

বাংলাদেশকে সম্মান জনক জায়গায় নিয়ে যান জাকের
এক সময় ৮৪ রানে ৮ উইকেট হারিয়ে ভাল মতো চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। সেই মুহূর্তে দলের হাল ধরেন জাকের আলি। ৩৪ বলে ৪১ রান করেন তিনি। শেষ দিকে ভাল খেলেন হাসান মাহমুদ (১৫ বলে ২৬) এবং শোরিফুল ইসলামও (৭ বলে ১৬)। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬২ তোলে বাংলাদেশ। যা আধুনিক টি২০ ক্রিকেটের বিচারে একেবারেই মামুলি রান।

আলিশানের ইনিংসই শেষ করে বাংলাদেশের আশা
রান তাড়া করতে নেমে আমিরশাহি শুরুতেই হারায় মহম্মদ ওয়াসিমকে। তবে মহম্মদ জোহাইব এবং আলিশান শারাফু ইনিংসের হাল ধরেন। জোহাইব আউট হলেও একাই দলকে জয়ের দিকে টেনে নিয়ে যেতে থাকেন শারাফু। তিনি শেষ অবধি অপরাজিত থাকেন ৬৮ রান করে। শেষ দিকে ঝোড়ো ইনিংস খেলেন আসিফ খানও। পাঁচটি ছক্কার সাহায্যে ২৬ বলে ৪১ রানে অপরাজিত থাকেন। ওই ইনিংসই জিতিয়ে দেয় আমিরশাহিকে।

POST A COMMENT
Advertisement