
T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ঘিরে বিতর্কে জড়িয়ে পড়ল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের আবেদন খারিজ করে দেওয়ার পরই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিক ভাবে জানানো হয়। বাংলাদেশের এই পদক্ষেপকে ‘মূর্খতাপূর্ণ’ বলে কটাক্ষ করেছেন ১৯৮৩ বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মদন লাল।
বাংলাদেশের দাবি, নিরাপত্তাজনিত কারণেই তারা ম্যাচের ভেন্যু পরিবর্তনের আবেদন করেছিল। বিশেষ করে আইপিএল ২০২৬ থেকে মুস্তাফিজুর রহমানকে সরিয়ে দেওয়ার ঘটনার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে বলে জানায় বিসিবি। টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ সি-তে থাকা বাংলাদেশের ম্যাচগুলি কলকাতা ও মুম্বইয়ে হওয়ার কথা ছিল। তবে সূচি বদলের সেই আবেদন আইসিসি গ্রহণ করেনি। এর পরই বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন মদন লাল। তাঁর বক্তব্য, ভারতের এতে কোনও ক্ষতি হবে না, বরং আর্থিক ও বাণিজ্যিক দিক থেকে ক্ষতির মুখে পড়বে বাংলাদেশই। মদন লালের অভিযোগ, এই সিদ্ধান্তের নেপথ্যে পাকিস্তানের প্ররোচনা রয়েছে। তাঁর মতে, ভারতকে আন্তর্জাতিক মঞ্চে বিব্রত করতেই বাংলাদেশকে উসকানি দেওয়া হয়েছে। মুম্বইয়ের মতো নিরাপদ শহরে খেলতে অস্বীকার করাকে তিনি সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত করেছেন।
বিশ্বকাপ থেকে বাংলাদেশ সরে দাঁড়ালে তাদের জায়গায় স্কটল্যান্ডকে গ্রুপ সি-তে অন্তর্ভুক্ত করা হতে পারে বলে সূত্রের খবর। এই গ্রুপে ইতিমধ্যেই রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, ইতালি এবং নেপাল। উল্লেখযোগ্য ভাবে, শুরুতে পাকিস্তানও বাংলাদেশের পাশে দাঁড়াতে পারে বলে জল্পনা চললেও শেষ পর্যন্ত তারা বিশ্বকাপ বয়কটের পথে হাঁটেনি। তবে এখনও পর্যন্ত আইসিসির সঙ্গে আলোচনার পথ পুরোপুরি বন্ধ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।