IPL 2024 নিলামে আর দিন সাতেক বাকি। এখনও নাম দেননি বাংলাদেশের তারকা ক্রিকেটার শাকিব আল হাসান। এবারের IPL-এ খেলবেন না শাকিব। কিন্তু হঠাত্ কেন এমন সিদ্ধান্ত? নিজেই জানালেন বাংলাদেশি তারকা। তাঁর বক্তব্য, জাতীয় দলকে আরও বেশি করে সময় দিতে তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ত্যাগ করতে চান। বস্তুত, এবারের আইপিএল-এ শাকিব আল হাসান খেলছেন না, সোমবারই ঘোষণা করেছে BCCI।
জাতীয় দলে সময় দিতে চাই
শাকিব আল হাসান জানিয়েছেন, তাঁর ম্যানেজার পাকিস্তান সুপার লিগ (PSL 2024)-এ নাম দিয়েছিলেন। কিন্তু তিনি নাম তুলে নিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানের ফাঁকে শাকিব বলেন, 'আমি আইপিএল-এ নাম দিইনি। যাতে একটি উইন্ডো খোলা থাকে। আমার ম্যানেজার যখন পিএসএল-এ আমার নাম দিয়েছিলেন, আমি সেখান থেকেও পরে নাম তুলে নিয়েছি। এই মুহূর্তে আমার পরিকল্পনা হল, আরও বেশি করে জাতীয় দলে সময় দেওয়া। তাই আমি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ছাড়তে রাজি।'
দেড় কোটি টাকায় শাকিবকে কিনেছিল KKR
IPL 2023-এ শাকিবকে ১.৫ কোটি টাকায় কিনেছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। কিন্তু তিনি টুর্নামেন্ট থেকে সরে যান। শাকিব বলছেন, 'আমি তিনটি ফর্ম্যাটে খেলছি। আশা করি ভবিষ্যতে খেলবো। কিন্তু ভবিষ্যতের কথা তো কেউ বলতে পারে না। তবু বলি, আরও অনেক বছর ক্রিকেট খেলার ইচ্ছে রয়েছে আমার।'
IPL 2024 Player Auction List Announced ✅
— IndianPremierLeague (@IPL) December 11, 2023
Here are the Numbers You Need To Know 🔽#IPLAuction | #IPL pic.twitter.com/WmLJMl3Ybs
জানুয়ারি মাসে বাংলাদেশে সাধারণ নির্বাচন। আওয়ামি লিগ থেকে ভোটে লড়াইয়ের টিকিট পেয়েছেন শাকিব। সংশ্লিষ্ট মহল মনে করছে, রাজনীতির ময়দানে সময় দিতেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে সরলেন শাকিব।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার ব্যাপারে আশাবাদী
চোটের কারণে দেশের মাটিতে বাংলাদেশের হয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেননি। এর পরে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ। সেখানে এক দিন ও টি-টোয়েন্টি সিরিজ় খেলবে তারা। সেই সফরেও যেতে পারবেন না শাকিব। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে তিনি ফেরার চেষ্টা করছেন বলে জানিয়েছেন। শাকিব বলেন, 'ভেবেছিলাম নিউজিল্যান্ড সফরের আগে সুস্থ হয়ে যাব। কিন্তু পারলাম না। চিকিৎসকেরা বলেছেন, আরও দু’সপ্তাহ পরে রিহ্যাব শুরু করতে পারব। আশা করছি বাংলাদেশ প্রিমিয়ার লিগের আগে মাঠে ফিরব।'