Bangladesh Cricket News: বাংলাদেশ ক্রিকেটে বিরাট ডামাডোল, সরানো হল নাজমুল ইসলামকে

Bangladesh Cricket News: বিসিবি সূত্রের দাবি, সংস্থার কার্যনির্বাহী নিয়মের ৩১ নম্বর ধারা অনুযায়ী সভাপতির এই সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ অধিকার রয়েছে। বোর্ডের বক্তব্য, “সংগঠনের স্বচ্ছতা, কার্যকারিতা ও ক্রিকেটারদের মর্যাদা রক্ষাই আমাদের প্রথম লক্ষ্য।” এই পরিস্থিতিতে সকল পক্ষকে পেশাদারী আচরণ বজায় রাখারও অনুরোধ করা হয়েছে।

Advertisement
বাংলাদেশ ক্রিকেটে বিরাট ডামাডোল, সরানো হল নাজমুল ইসলামকেঅপসারিত নাজমুল ইসলাম

Bangladesh Cricket News: বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বড় পরিবর্তন। অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে অবিলম্বে সরানো হল এম. নাজমুল ইসলামকে। সাম্প্রতিক বিতর্ক ও উত্তপ্ত পরিস্থিতির মাঝেই এই সিদ্ধান্ত ঘোষণা করল বিসিবি। সভাপতি নিজেই আপাতত অর্থ কমিটির দায়িত্ব দেখবেন বলে জানানো হয়েছে।

বিসিবি সূত্রের দাবি, সংস্থার কার্যনির্বাহী নিয়মের ৩১ নম্বর ধারা অনুযায়ী সভাপতির এই সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ অধিকার রয়েছে। বোর্ডের বক্তব্য, “সংগঠনের স্বচ্ছতা, কার্যকারিতা ও ক্রিকেটারদের মর্যাদা রক্ষাই আমাদের প্রথম লক্ষ্য।” এই পরিস্থিতিতে সকল পক্ষকে পেশাদারী আচরণ বজায় রাখারও অনুরোধ করা হয়েছে।

বিতর্কের সূচনা নাজমুল ইসলামের এক মন্তব্য ঘিরে। তিনি নাকি বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালকে “ভারতের দালাল” বলে কটাক্ষ করেছিলেন। মন্তব্যটি প্রকাশ্যে আসতেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (CWAB)। শুধু নিন্দাই নয়, ক্রিকেটাররা তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তোলে।

কথা না শুনলে খেলোয়াড়েরা যে রাস্তায় নামতে পারেন, তার ইঙ্গিতও আগেই দিয়েছিলেন তারা। শেষ পর্যন্ত তাই হল। ১৫ জানুয়ারি নির্ধারিত বিপিএল ম্যাচ নোয়াখালি এক্সপ্রেস বনাম চট্টগ্রাম রয়্যালস বাতিল হয়ে যায়। দুপুর ১টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও মাঠে কোনও দল আসে না, হয়নি টসও। রেফারি শিপার আহমদ জানান, “মাঠে কী হবে তা কেউই নিশ্চিত করে বলতে পারছিল না।”

তার আগের দিনই ক্রিকেটারদের ডাকে স্থগিত হয় ঢাকা ক্রিকেট লিগের ম্যাচও। ১৪ জানুয়ারি রাত থেকেই CWAB-এর ডাক আসায় ১৫ জানুয়ারির সকাল থেকে কার্যত দেশজুড়ে প্লেয়ারদের বয়কট শুরু হয়। বিসিবি পরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই পরিস্থিতির জন্য দুঃখপ্রকাশ করে।

বর্তমানে বিসিবি চাইছে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হোক। বোর্ডের বক্তব্য, “ক্রিকেটারদের অধিকার, সম্মান ও নিরাপত্তাই আমাদের প্রথম অগ্রাধিকার।” এদিকে নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়েছে বলে জানিয়েছে বোর্ড।

 

POST A COMMENT
Advertisement