India vs Pakistan Asia Cup: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)-এর যুগ্ম সচিব দেবজিত সাইকিয়া আজ স্পষ্ট জানিয়েছেন যে ২০২৫ সালের এশিয়া কাপ এবং উইমেন্স ইমার্জিং টিমস এশিয়া কাপে ভারতের অংশগ্রহণ নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।
দেবজিত বলেন, “আজ সকালে আমাদের নজরে আসে কয়েকটি সংবাদপ্রতিবেদন, যেখানে দাবি করা হয়েছে যে ভারত এশিয়া কাপে অংশ নেবে না। এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন। BCCI এই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি, এমনকি ACC-কে কোনো চিঠিও পাঠানো হয়নি।”
তিনি আরও জানান, “বর্তমানে আমাদের প্রধান ফোকাস IPL এবং আসন্ন ইংল্যান্ড সফরের উপর। এখনো পর্যন্ত BCCI কোনো বৈঠকে এশিয়া কাপ বা অন্য কোনও ACC ইভেন্ট নিয়ে আলোচনা করেনি।"
২০২৫ সালের এশিয়া কাপ পুরুষদের জন্য ভারত ও শ্রীলঙ্কার যৌথ উদ্যোগে আয়োজন হওয়ার কথা। ফলে, ভারতের অংশগ্রহণ নিয়ে সম্ভাবনা থাকলেও, এখনও কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি। আপাতত IPL শেষ না হওয়া পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা নেই বলে জানান সচিব।
এর আগে খবর ছড়ায় ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে এশিয়া কাপ ২০২৫ আয়োজনের পরিকল্পনা করছিল। কিন্তু সাম্প্রতিক ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনা, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ এবং পাকিস্তানের আগ্রাসী ভূমিকার জেরে বিসিসিআই জানিয়েছে, এই পরিস্থিতিতে তারা পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলবে না, এমনকী আয়োজক হিসেবেও থাকছে না।
এই বছরের সেপ্টেম্বর মাসে নির্ধারিত পুরুষদের এশিয়া কাপ হওয়ার কথা রয়েছে T20 ফর্ম্যাটে। এতে অংশ নিত ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশ। এশিয়া কাপ মূলত ২০২৬ T20 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই ধরা হয়েছে। কিন্তু ভারতের অংশ না নেওয়ার খবরে পুরো টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল।