মুস্তাফিজুর রহমানবাংলাদেশি মিডিয়াম পেস বোলার মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়ায় কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে বিতর্ক চলছিল। আক্রমণ করা হচ্ছিল বিশিষ্ট অভিনেতা শাহরুখ খানকেও। আর এমন পরিস্থিতিতেই ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে মুস্তাফিজুরকে কেকেআর দল থেকে রিলিজ করতে বলা হল। বিসিসিআই-এর তরফে সেক্রেটরি দেবজিৎ সাইকিয়া এমনটাই জানান ইন্ডিয়া টুডে-কে।
আসলে কিছুদিন আগেই IPL-এর মিনি অকশন হয়। সেখানে কলকাতা নাইট রাইডার্স ৯.২০ কোটি টাকায় কিনে নেয় মুস্তাফিজুরকে। তারপরই শুরু হয়ে যায় বিতর্ক। একাধিক ধর্মগুরু থেকে শুরু করে বিজেপি নেতারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আওয়াজ তুলতে শুরু করেন।
যদিও এত বিতর্কের মাঝেই চটজলদি কোনও সিদ্ধান্ত নিতে চায়নি বিসিসিআই। তাদের পক্ষ থেকে জানান হয়, ভারত সরকারের নীতি মেনেই চলবে বোর্ড। আর সেই নীতি অনুযায়ী বাংলাদেশের মুস্তাফিজুরের খেলতে কোনও বাধা নেই IPL-এ।
তবে বোর্ডের এই সিদ্ধান্তে খুশি হতে পারেনি অনেকেই। তাই এই নিয়ে ক্ষোভ-বিক্ষোভ শুরু হয়ে যায়। আর সেই বিষয়টা আঁচ করে ফেলে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই তাদের পক্ষ থেকে অবশেষে কেকেআর থেকে মুস্তাফিজুরকে ছেড়ে দিতে বলা হয়েছে।
বিতর্ক চলছিল
বাংলাদেশে একের পর এক হিন্দু নিধন চলছে। হচ্ছে হামলা। আর এমন পরিস্থিতিতে কেকেআর মুস্তাফিজুরকে দলে নেওয়াও প্রথম থেকেই আক্রমণের কেন্দ্রে ছিলেন শাহরুখ খান। তাঁকে 'গদ্দার' বলতেই পিছপা হননি অনেক বিজেপি নেতা। আর সেই তালিকায় উত্তরপ্রদেশের সঙ্গীত সোম থেকে শুরু করে বাংলার অর্জুন সিং রয়েছেন। তাঁরা সকলেই শাহরুখকে আক্রমণ করতে শুরু করেন। এমনকী অর্জুন সিং শাহরুখের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেও তোপ দাগেন।
ও দিকে কৌস্তভ বাগচিও আক্রমণ করেন শাহরুখকে। তিনি জানান, মুস্তাফিজুর খেললে কলকাতায় ঢুকতে দেওয়া হবে না শাহরুখকে। এমনকী কলকাতায় খেলতে দেওয়া হবে না মুস্তাফিজুরকেও। আর এই ক্ষোভের আঁচ যে বাড়ছে, সেটা বুঝে গিয়েছিল বিসিসিআই। তাই তাঁরা আজ মুস্তাফুজরকে ছেড়ে দিতে বলেছে কেকেআর-কে। আর তাতে বিতর্ক কিছুটা হলেও কমতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
যদিও এত বিতর্ক হলেও কেন্দ্রের বিজেপি সরকারের কেউই সরাসরি এই বিষয়ে মুখ খোলেনি। তাঁরা বরং বিতর্ক এড়িয়ে গিয়েছেন। তবে এই বিতর্কে প্রথম থেকেই শাহরুখের পাশে দাঁড়িয়েছে কংগ্রেস। এমনকী বিজেপি বিরোধী অন্যান্য নেতারাও কিং খানের পাশেই ছিলেন। যদিও শাহরুখ নিজেও এই বিষয়ে মুখ খোলেননি।