Asia Cup Trophy: ভারতের প্রাপ্য এশিয়া কাপ নিয়ে এখনও বেপাত্তা পাক বোর্ড প্রধান, ICC-তে যাচ্ছে BCCI

এশিয়া কাপ জিতেছে ভারত। তবে সেই ট্রফি রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভির কাছে। আর সেই ট্রফিই ফেরত চাইছে দ্য বোর্ড অব ক্রিকেট কন্ট্রোল অব ইন্ডিয়া (BCCI)। বোর্ডের তরফ থেকে নকভিকে এই মর্মে একটি মেইল করা হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement
ভারতের প্রাপ্য এশিয়া কাপ নিয়ে এখনও বেপাত্তা পাক বোর্ড প্রধান, ICC-তে যাচ্ছে BCCIনকভি ভারতকে এশিয়া কাপ দেননি
হাইলাইটস
  • এশিয়া কাপ জিতেছে ভারত
  • তবে সেই ট্রফি রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভির কাছে
  • আর সেই ট্রফিই ফেরত চাইছে দ্য বোর্ড অব ক্রিকেট কন্ট্রোল অব ইন্ডিয়া (BCCI)

এশিয়া কাপ জিতেছে ভারত। তবে সেই ট্রফি রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভির কাছে। আর সেই ট্রফিই ফেরত চাইছে দ্য বোর্ড অব ক্রিকেট কন্ট্রোল অব ইন্ডিয়া (BCCI)। বোর্ডের তরফ থেকে নকভিকে এই মর্মে একটি মেইল করা হয়েছে বলে জানা গিয়েছে।

এই প্রসঙ্গে বিসিসিআই সেক্রেটরি দেবজিৎ সাইকিয়া ইন্ডিয়া টুডে-কে একক্সক্লুসিভলি জানান, বোর্ডের তরফে অফিসিয়াল মেইল করা হয়েছে। এখন দেখার এর উত্তরে নকভি কী জানান। তবে এখনও নকভি কিছুই জানাননি। আর এমনটা চলতে থাকলে ICC এর কাছে বিষয়টা তুলে ধরা হবে। এক্ষেত্রে বিষয়টা নিয়ে স্টেপ বাই স্টেপ এগনো হবে বলেও দাবি করেছেন তিনি।

ঘটনাটা কী?

এই তো ক'দিন আগেই ফাইনালে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জেতে ভারত। তবে সেই দিন নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করে গোটা দল। কিন্তু নকভিও ছিলেন অনড়। তিনিই ট্রফি দেবেন বলে দাবি করেন। সেই মতো মঞ্চে উঠে করেন অপেক্ষা। তবে ভারতীয় দল সেই মুখো হয়নি। যার ফলে কিছুক্ষণ অপেক্ষা করেই মাঠ থেকে ট্রফি নিয়ে বেরিয়ে যান নকভি। এমন পরিস্থিতিতে খালি হাতেই সেলিব্রেশন করে ভারতীয় দল।

যদিও এই ঘটনার পর থেকে ভারতকে ট্রফি ফেরাননি নকভি। বারবার তাঁকে এই বিষয় নিয়ে বলা হলেও তিনি কিছুই করেননি।

আর এমন পরিস্থিতিতেই ভারতীয় বোর্ডের তরফ থেকে নকভির কাছে ট্রফি চেয়ে চিঠি দেওয়া হল। আর তিনি যদি সেই চিঠির জবাব না দেন, তাহলে পরবর্তীতে আইসিসি-এর কাছে বিষয়টা নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে বোর্ড।

গাত্রদাহ হয় নকভির

আসলে এশিয়া কাপে পরপর তিন বার ভারতের কাছে হারে পাকিস্তান। আর শুধু হারা নয়, একবারে গো হারা। আর তাতেই চটে যান পাক বোর্ড এবং এশিয়ান ক্রিকেটের প্রধান নকভি।

ও দিকে ভারতীয় দল তাঁর কাছ থেকে ট্রফি না নেওয়ায় তিনি আরও লজ্জিত হয়ে পড়েন। যার ফলে রেগে খাপ্পা হয়ে ট্রফি নিয়ে চলে যান। আর সেই ট্রফি এখনও ফেরত দেননি তিনি। সেটাকে আগলে বসে রয়েছেন। আর এ দিকে জিতেও ট্রফির স্বাদ অধরা রয়ে গেল সূর্যকুমার ব্রিগেডের।

Advertisement

POST A COMMENT
Advertisement