IPL Controversy: IPL-এ AI সারমেয় চম্পককে নিয়ে বিপাকে BCCI, মামলা গড়াল কোর্টে

IPL-এর মাঠে দেখা গিয়েছে রোবট কুকুর চম্পককে। যা নিয়ে বেজায় বিপাকে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দিল্লি হাইকোর্টের তরফে নোটিস ধরানো হয়েছে BCCI-কে।

Advertisement
 IPL-এ AI সারমেয় চম্পককে নিয়ে বিপাকে BCCI, মামলা গড়াল কোর্টে IPL AI Robot Dog
হাইলাইটস
  • IPL-এ AI সারমেয় চম্পককে নিয়ে বিতর্ক
  • মামলা গড়াল হাইকোর্টে
  • BCCI-কে নোটিস দিল্লি হাইকোর্টের

জমে উঠেছে এ বারের IPL। একদিকে প্লে অফে জায়গা পেতে টিমগুলোর মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। অন্যদিকে, আনকোরা ক্রিকেটাররা নজরকাড়া পারফর্ম করছেন। তবে এ সবের মাঝেই ক্রিকেটপ্রেমীদের চোখে পড়েছে সারমেয় চম্পকের উপর। টস থেকে শুরু করে ম্যাচ চলাকালীন মাঝে মধ্যেই দেখা যাচ্ছে এই যন্ত্রটিকে। এই চম্পক যে সে সারমেয় নয়, এটি একটি AI রোবট কুকুর। ২২ গজে নানা খেল দেখাতে দেখা গিয়েছে তাকে। কিন্তু কেন এই AI রোবট কুকুরের নাম চম্পক রাখায় সমস্যায় পড়তে হয়েছে BCCI-কে?  

আসলে রোবট কুকুরের নাম চম্পক রাখায় দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে নোটিস পাঠানো হয়েছে BCCI-কে। ওই একই নামে একটি শিশুদের পত্রিকা রয়েছে। আপত্তি এসেছে তাদের দিক থেকেই। পত্রিকার তরফে রোবট কুকুরের নাম নিয়ে আদালতে একটি মামলাও দায়ের করা হয়েছে। ট্রেডমার্ক নিয়ম লঙ্ঘন করার অভিযোগ করা হয়েছে BCCI-এর বিরুদ্ধে। সেই মামলার প্রেক্ষিতেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে নোটিস ধরিয়েছে দিল্লি হাইকোর্ট।

এই মামলায় আগামী চার সপ্তাহের মধ্যে আদালতে জবাবদিহি করতে হবে BCCI-কে। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৯ জুলাই। রিপোর্ট অনুযায়ী, ফ্যানদের থেকে ভোটিংয়ের মাধ্যমেই এই AI রোবট কুকুরটির জন্য চম্পক নামটি বেছে নিয়েছিল BCCI। 

IPL-এর ম্যাচগুলিতে টসের সময়ে মাঠে দেখা যায় এই চম্পককে। একাধিক খেলোয়াড়কে চম্পকের সঙ্গে খুনসুঁটি করতেও দেখা গিয়েছে। সেই সমস্ত ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে। সবচেয়ে জনপ্রিয় হয়েছে রোবট সারমেয়র সঙ্গে সুনীল গাভাস্করের ভিডিয়ো।

 

POST A COMMENT
Advertisement