India Vs Pakistan : হারিস রউফ ও শাহিবজাদার বিরুদ্ধে কড়া পদক্ষেপ BCCI-এর, ২ পাকিস্তানিকে ব্যান করবে ICC?

এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে খেলতে নেমে পাকিস্তানি ফাস্ট বোলার হারিস রউফ ও শাহিবজাদা ফারহান আপত্তিকর অঙ্গভঙ্গি করেছিলেন। তা মোটেও ভালোভাবে নেয়নি ভারতীয় ক্রিকেটার ও দর্শকরা।

Advertisement
হারিস রউফ ও শাহিবজাদার বিরুদ্ধে কড়া পদক্ষেপ BCCI-এর, ২ পাকিস্তানিকে ব্যান করবে ICC?  Rauf And Farhan
হাইলাইটস
  • পাকিস্তানি ফাস্ট বোলার হারিস রউফ ও শাহিবজাদা ফারহান আপত্তিকর অঙ্গভঙ্গি করেছিলেন
  • এবার তাঁদের বিরুদ্ধে আইসিসির কাছে অভিযোগ জানাল BCCI

এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে খেলতে নেমে পাকিস্তানি ফাস্ট বোলার হারিস রউফ ও শাহিবজাদা ফারহান আপত্তিকর অঙ্গভঙ্গি করেছিলেন। তা মোটেও ভালোভাবে নেয়নি ভারতীয় ক্রিকেটার ও দর্শকরা। সেই ইস্যুতে এবার ওই দুই খেলোয়াড়ের বিরুদ্ধে ICC র কাছে লিখিত অভিযোগ জানাল BCCI। 

সূত্রের খবর, বুধবার BCCI রউফ ও শাহিবজাদার বিরুদ্ধে ইমেল করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে। যদি তাঁরা অভিযোগ অস্বীকার করেন, তাহলে তাঁদের শুনানির মুখে পড়তে হবে। সেক্ষেত্রে জবাবদিহি চেয়ে তাঁদের ডেকে পাঠাতে পারেন ICC র এলিট প্যানেল রেফারি রিচি রিচার্ডসন।

এদিকে ICC র কাছে পাল্টা ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধে অভিযোগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। স্কাইয়ের বিরুদ্ধে কী নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচের জয়কে ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করেছিলেন সূর্য, তা নিয়ে আপত্তি জানিয়েছে প্রতিবেশী দেশটি। পিসিবি জানিয়েছে, সূর্যর সেই মন্তব্য নাকি রাজনৈতিক। 

ঘটনার সূত্রপাত ২১ সেপ্টেম্বর। সেদিন ভারতের বিরুদ্ধে ম্যাচে পাকিস্তানের বোলার রউফ হাতের ইশারায় ভারতের যুদ্ধবিমান রাফাল ধ্বংসের দাবি করেন। ম্যাচ চলাকালীন ভারতীয় সমর্থকদের দিকে তাকিয়ে হাতের আঙুল দিয়ে ‘৬-০’ দেখান রউফ। ম্যাচের আগে অনুশীলনেও তিনি ৬-০ বলে চিৎকার করেছিলেন। যদিও সত্যিটা হল অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান রাফাল ধ্বংসের দাবি করলেও তার স্বপক্ষে কোনও প্রমাণও দিতে পারেনি। ভারতের তরফেও অভিযোগ অস্বীকার করা হয়। বরং ভারত যে অপারেশন সিঁদুরে সাফল্য পেয়েছিল, তা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। গোটা বিশ্ব তা স্বীকার করে নেয়। রউফ শুধু নয়, সেদিন পাক ব্যাটার শাহিবজাদা ফারহান হাফ সেঞ্চুরি করার পর গান সেলিব্রেশন করেন। তার সেই ইঙ্গিতও ভালোভাবে নেননি ভারতীয় দর্শকরা।  

ভারতীয় দর্শকদের দাবি, পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় অনেক নিরপরাধ মানুষ প্রাণ হারিয়েছেন। তারপর প্রথম ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া সেই ম্যাচে শাহিবজাদা যে গান সেলিব্রেশন করেছেন, তা কোনওভাবে শোভনীয় নয়। আর হারিসের ইঙ্গিতও রাজনৈতিক। তিনি খেলার মাঠে ভারতীয় দর্শকদের দিকে যে অঙ্গভঙ্গি করেছেন তা রাজনৈতিক ও মিথ্যার উপর দাঁড়িয়ে। এতে গোটা দেশের অপমান হয়েছে। পাকিস্তানের ওই দুই ক্রিকেটারকে ব্যান করার দাবিও তোলা হয়েছে। যদিও দুই তরফের অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও বিবৃতি আসেনি ICC র।   

Advertisement

 
 

POST A COMMENT
Advertisement