Rahul Dravid: টিম ইন্ডিয়ার কোচ বদল হচ্ছে? আপাতত দ্রাবিড়কেই চায় BCCI

রাহুল দ্রাবিড়কে আরও দুই বছরের জন্য কোচ রাখা হতে পারে। শীঘ্রই চুক্তির প্রস্তাব দিতে পারে BCCI। তবে এখনও পর্যন্ত, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি গভর্নিং বডি। দক্ষিণ আফ্রিকা সফরের সময় প্রধান কোচ হিসাবে তিনি কীভাবে কাজ করবেন, সেই নিয়েই এখন আলোচনা চলছে। 

Advertisement
টিম ইন্ডিয়ার কোচ বদল হচ্ছে? আপাতত দ্রাবিড়কেই চায় BCCI
হাইলাইটস
  • রাহুল দ্রাবিড়কে আরও দুই বছরের জন্য কোচ রাখা হতে পারে। শীঘ্রই চুক্তির প্রস্তাব দিতে পারে BCCI।
  • তবে এখনও পর্যন্ত, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি গভর্নিং বডি।
  • দক্ষিণ আফ্রিকা সফরের সময় প্রধান কোচ হিসাবে তিনি কীভাবে কাজ করবেন, সেই নিয়েই এখন আলোচনা চলছে। 

রাহুল দ্রাবিড়কে আরও দুই বছরের জন্য কোচ রাখা হতে পারে। শীঘ্রই চুক্তির প্রস্তাব দিতে পারে BCCI। তবে এখনও পর্যন্ত, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি গভর্নিং বডি। দক্ষিণ আফ্রিকা সফরের সময় প্রধান কোচ হিসাবে তিনি কীভাবে কাজ করবেন, সেই নিয়েই এখন আলোচনা চলছে। 

রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে গত দুই বছরে ভারতের ভালই ট্র্যাক রেকর্ড ছিল। BCCI-এর অনেকেরই বিশ্বাস তাঁর এই ধারাবাহিকতার কারণেই আরও ২ বছর মেয়াদ বাড়ার সম্ভাবনা রয়েছে। 

'বিসিসিআই সেক্রেটারি জয় শাহ গত সপ্তাহে দ্রাবিড়ের সঙ্গে আলোচনা করেছেন। তবে, নতুন চুক্তির ফাইনাল প্রিন্ট এখনও তৈরি করা হয়নি।'

'তবে বিসিসিআই চায় রাহুল দ্রাবিড় টেস্ট দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় যান,' নাম প্রকাশ না করার শর্তে PTI-কে এমনটাই জানিয়েছেন একজন সিনিয়র BCCI আধিকারিক। 

উল্লেখযোগ্য বিষয়টি হল, রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হলে নতুন কোচ হিসাবে ভিভিএস লক্ষ্মণের কথাও বলছেন অনেকে। 

রাহুল দ্রাবিড় নিজে কী করবেন?
রাহুল দ্রাবিড় অবশ্য এখনও তাঁর সিদ্ধান্তের কথা জানাননি। কারণ তাঁর কাছে এখন আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির থেকে টিম ডিরেক্টর/টিম মেন্টর হওয়ার একাধিক প্রস্তাব রয়েছে। 

ভারতীয় দলের কোচ হওয়া বড় দায়িত্ব ও পরিশ্রমের বিষয়। সেই তুলনায় IPL-এর টিমের ডিরেক্টর বা মেন্টর হলে অনেক কম দায়িত্ব ও খাটনি। সেই সঙ্গে পারিশ্রমিকের পরিমাণও অনেক। তবে একথা অনস্বীকার্য যে ভারতীয় দলের সঙ্গে জড়িত থাকার মধ্যে একটি আলাদা সন্তুষ্টি ও আবেগ রয়েছে। সেদিকে তাকিয়ে ভবিষ্যতে রাহুল দ্রাবিড় কী সিদ্ধান্ত নেন, সেটাই দেখার। 

রাহুল দ্রাবিড়ের মেয়াদ বাড়ানো হলে তা টিম ইন্ডিয়ার জন্য বেশ তাৎপর্যপূর্ণ হবে। পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখেই এখন থেকে ঘুঁটি সাজানো হচ্ছে। আগামী এক বছরের জন্য, বা ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত দায়িত্ব সামলাতে হবে রাহুল দ্রাবিড়কে। 

Advertisement

POST A COMMENT
Advertisement