Bcci On Pahalgam Attack : পহেলগাঁও হামলার পর পাকিস্তানের সঙ্গে কি খেলবে ভারত? BCCI বলল...

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জেরে ভারত-পাকিস্তানের ক্রিকেট খেলায় প্রভাব পড়তে পারে। এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দেয়, এই অভিযোগএর আগেও একাধিকবার উঠেছে।

Advertisement
পহেলগাঁও হামলার পর পাকিস্তানের সঙ্গে কি খেলবে ভারত? BCCI বলল...Rohit Sharma
হাইলাইটস
  • পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জেরে ভারত-পাকিস্তানের ক্রিকেট খেলায় প্রভাব পড়তে পারে
  • এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জেরে ভারত-পাকিস্তানের ক্রিকেট খেলায় প্রভাব পড়তে পারে। এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দেয়, এই অভিযোগএর আগেও একাধিকবার উঠেছে। পহেলগাঁও হামলাতেও পাকিস্তানের যোগ আছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই অবস্থায় পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা নিয়ে ভারতের কী অবস্থান হবে তা পরিষ্কার করে দিয়েছে বিসিসিআই। 

বিসিসিআই-এর সহ-সভাপতি রাজীব শুক্লা পহেলগাঁওয়ের ঘটনার তীব্র নিন্দা করে জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট মহল ক্ষতিগ্রস্তদের পাশে আছে। রাজীবকে প্রশ্ন করা হয়, পাকিস্তানের সঙ্গে কি ক্রিকেট খেলা বন্ধ করা উচিত? উত্তরে তিনি বলেন, 'আমাদের সরকার যা বলবে আমরা তাই করব। সরকারের মনোভাবের কারণে আমরা পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলি না। ভবিষ্যতেও খেলব না। কিন্তু আইসিসির  ইভেন্ট হলে সেক্ষেত্রে অংশগ্রহণ করা হয়।'

ভারত ও পাকিস্তান ক্রিকেট দলের মধ্য়ে শেষবার দ্বিপাক্ষিক সিরিজ হয়েছিল ২০১২-১৩ সালে। সেবার পাকিস্তান ভারত সফর করেছিল। তখন  ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও অনুষ্ঠিত হয়েছিল। ভারত সর্বশেষ পাকিস্তানে গিয়েছিল ২০০৭ সালে। একটি টেস্ট সিরিজও খেলেছিল। আবার পাকিস্তান দল ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের সময় ভারতে খেলতে এসেছিল।

সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়েছে পাকিস্তানে। তবে ভারত সেদেশে খেলতে যায়নি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ভারতের জন্য দুবাইয়ে ম্যাচের ব্যবস্থা করেছিল। 

মঙ্গলবার দুপুরে কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা হয়। নির্বিচারে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। শেষ খবর পাওয়া পর্যন্ত এই হামলায় প্রাণ হারিয়েছেন ২৮ জন। জখম ১৭ জন হাসপাতালে চিকিৎসাধীন। এই হামলার জেরে সৌদি আরব সফর কাটছাঁট করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই বৈঠকও করেছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার সন্ধেবেলাতেই পৌঁছেছেন কাশ্মীর। বুধবার সকালে পহেলগাঁও যান তিনি। মৃতদেহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। 'দোষীদের রেয়াত করা হবে না', সাফ জানান তিনি।   

POST A COMMENT
Advertisement