ফের ওয়ানডে দলে ফিরছেন শামি? আত্মবিশ্বাসী বাংলার পেস বোলার

শামি শেষবার ভারতের হয়ে খেলেছিলেন ২০২৫ সালের মার্চ মাসে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। IPL-এ একটি সিজন খারাপ খেলার পর তাঁর ফর্ম এবং ফিটনেস নিয়ে তৈরি হয় উদ্বেগ।

Advertisement
ফের ওয়ানডে দলে ফিরছেন শামি? আত্মবিশ্বাসী বাংলার পেস বোলারফের ওয়ান ডে দলে ফিরছেন শামি?
হাইলাইটস
  • শামি শেষবার ভারতের হয়ে খেলেছিলেন ২০২৫ সালের মার্চ মাসে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে।
  • শামিকে ঘরোয়া ক্রিকেটের মাধ্যমে ছন্দ ফিরে পেতে হবে।
  • ফিটনেসের উপরেও বাংলার পেসারকে জোর দিতে হবে বলে জানিয়েছেন নির্বাচকেরা।

শীঘ্রই ভারতীয় ওয়ান ডে দলে সুযোগ পেতে পারেন বাংলার পেসার মহম্মদ শামি। ১১ জানুয়ারি থেকে শুরু হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের সিরিজে ফিরে আসার বিষয়ে আত্মবিশ্বাসী শামি।

প্রায় এক বছর ধরে ভারতীয় দলের বাইরে আছেন অভিজ্ঞ এই পেস বোলার। শামি শেষবার ভারতের হয়ে খেলেছিলেন ২০২৫ সালের মার্চ মাসে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। IPL-এ একটি সিজন খারাপ খেলার পর তাঁর ফর্ম এবং ফিটনেস নিয়ে তৈরি হয় উদ্বেগ। যার জেরে ইংল্যান্ড সফরে টেস্ট দল থেকে বাদ পড়েন শামি।

নির্বাচকরা অবশ্য আগেই স্পষ্ট করে দিয়েছেন, শামিকে ফের মেন ইন ব্লু-র জার্সিতে ফিরে আসতে ঘরোয়া ক্রিকেটের মাধ্যমে ছন্দ ফিরে পেতে হবে। পাশাপাশি ফিটনেসের উপরেও বাংলার পেসারকে জোর দিতে হবে বলে জানিয়েছেন নির্বাচকেরা।

অজিত আগরকর তখন দাবি করেছিলেন, "৫টা টেস্ট খেলার মতো জায়গায় শামির ফিটনেস নেই। মেডিকেল কর্মীরা আমাদের এই তথ্য জানিয়েছেন। তাই ওকে ইংল্যান্ড সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে।"

যদিও ঘরোয়া ক্রিকেটে ফিরে বল হাতে আগুন ঝরিয়েছেন শামি। রঞ্জি ট্রফিতে তিনি বেশ কিছু ম্যাচে দুর্দান্ত পারফর্মেন্সও করেন। এরপর সৈয়দ মুশতাক আলি ট্রফিতেও ভাল ছন্দে দেখিয়েছে বাংলার পেসারকে। এমনকি বর্তমানে বিজয় হাজারে ট্রফির ম্যাচেও দারুণ পারফর্ম করছেন শামি। চার ম্যাচে ৮ উইকেট নিয়েছেন এই বোলার। বাংলার চার ম্যাচের মধ্যে তিনটিতেই জয়ের ক্ষেত্রে শামির স্পেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

সূত্রের তরফে দাবি করা হয়েছে, শামি ব্যাকডোরে দুর্দান্ত কাজ করছেন। আর সেই কারণেই ওয়ানডে দলে ফিরে আসার ব্যাপারে আশাবাদী তিনি। তবে নির্বাচকরা এখনও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

POST A COMMENT
Advertisement