Champions Trophy 2025: পাকিস্তানে বাজল 'জনগণমন অধিনায়ক', থ অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ক্রিকেটাররা, দেখুন Video

আসলে, ম্যাচ শুরুর আগে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের জাতীয় সঙ্গীত বাজানোর কথা ছিল। কিন্তু এ সময় অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতের পরিবর্তে ভারতের জাতীয় সঙ্গীত বাজানো শুরু হয়।

Advertisement
পাকিস্তানে বাজল 'জনগণমন অধিনায়ক', থ অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ক্রিকেটাররা, দেখুন Videoপাকিস্তানে বাজল 'জন গণ মন', থ অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ক্রিকেটাররা
হাইলাইটস
  • চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলকে পাকিস্তানে একটিও ম্যাচ খেলতে হবে না
  • ভারত তার সব ম্যাচই দুবাইয়ে খেলছে

ভারতের ম্যাচ নয়, তবুও বাজল ভারতের জাতীয় সঙ্গীত। ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে শনিবার (২২ ফেব্রুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড মুখোমুখি হয়েছে। সেই ম্যাচের শুরুতেই এই ঘটনাটি ঘটেছে। আসলে, ম্যাচ শুরুর আগে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের জাতীয় সঙ্গীত বাজানোর কথা ছিল। কিন্তু এ সময় অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতের পরিবর্তে ভারতের জাতীয় সঙ্গীত বাজানো শুরু হয়।

তবে দ্রুত ভারতের জাতীয় সঙ্গীত বন্ধ করা হয়। তারপর অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত বাজানো হয়। ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

এটা ছিল আয়োজক দেশ পাকিস্তানের বড় ভুল। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলকে পাকিস্তানে একটিও ম্যাচ খেলতে হবে না। আট দলের এই টুর্নামেন্টের জন্য ভারত পাকিস্তানে যেতে অস্বীকার করে। এরপর হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সিদ্ধান্ত হয়। ভারত তার সব ম্যাচই দুবাইয়ে খেলছে।

রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে ভারতীয় দল (India vs Pakistan)। এই ম্যাচ পাকিস্তানের কাছে ডু অর ডাই। নিউজিল্যান্ডের পর, ভারতের কাছেও হেরে গেলে সমস্যা আরও বাড়বে আয়োজকদের। বলা ভাল তারা প্রায় ছিটকেই যাবেন মহম্মদ রিজওয়ানরা। ভারতের বিরুদ্ধে ম্যাচে ফর্ম জারি রাখার চেষ্টায় বাবর আজম। তিনি এখন রান পেলেও, তাঁর মন্থর ইনিংস নিয়ে সমালোচনা হয়েছে। ভারতের বিপক্ষে 'বড় ম্যাচ'-এর আগে অনেক বোলারের মুখোমুখি হন অধিনায়ক বাবর আজম। কমপক্ষে দুই ওভার করে সকল বোলারের বল খেলেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ৯০ বলে ৬৪ রানের ইনিংস খেলেছিলেন প্রাক্তন অধিনায়ক। বাড়তি পরিশ্রম করছেন শাহিন-হ্যারিস চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে, ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি এবং হ্যারিস রউফ, তারাও সাতটি করে ওভার বল করেছেন। পাকিস্তানের অন্তবর্তীকালীন কোচ আকিব জাভেদ এবং অধিনায়ক রিজওয়ান খেলোয়াড়দের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন, যেখানে বেশিরভাগ আলোচনা করেন আকিব জাভেদ।

Advertisement

POST A COMMENT
Advertisement