Bomb Threat At Eden Gardens: আমেদাবাদের পর ইডেন, KKR Vs CSK ম্যাচে বোমা হামলার হুমকি

ইডেনে বোমা হামলার আশঙ্কা। যাতে শোরগোল পড়ে গেল শহর কলকাতায়! বুধবার কেকেআর-সিএসকে ম্যাচের আগেই দুপুরের দিকে হুমকি দেওয়া হয়েছে, বোমা মেরে ইডেন গার্ডেন্স গুঁড়িয়ে দেওয়ার! বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি-র ই-মেল আইডিতে একটি মেল করা হয়। সেই মেলে হুমকি দেওয়া হয় যে, বোমায় ক্রিকেটের নন্দনকানন উড়িয়ে দেওয়া হবে।

Advertisement
আমেদাবাদের পর ইডেন, KKR Vs CSK ম্যাচে বোমা হামলার হুমকিকলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্সের মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫ টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচের আগে বৃষ্টির মধ্যেও ইডেন গার্ডেনে মাঠ ঢেকে রাখছে গ্রাউন্ড স্টাফরা

ইডেন গার্ডেন্সে (Eden Gardens) বোমা হামলার আশঙ্কা। যাতে শোরগোল পড়ে গেল শহর কলকাতায়! বুধবার কেকেআর-সিএসকে ম্যাচের আগেই দুপুরের দিকে হুমকি দেওয়া হয়েছে, বোমা মেরে ইডেন গার্ডেন্স গুঁড়িয়ে দেওয়ার! বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি-র ই-মেল আইডিতে একটি মেল করা হয়। সেই মেলে হুমকি দেওয়া হয় যে, বোমায় ক্রিকেটের নন্দনকানন উড়িয়ে দেওয়া হবে।

সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা। পুলিশও বাড়তি তৎপরতা শুরু করে। বাড়িয়ে দেওয়া হয় নিরাপত্তা বেষ্টনী। সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বললেন, 'আমরা কোনও ঝুঁকি নিতে চাইনি। পুলিশকে জানানো হয়েছে। যা ব্যবস্থা নেওয়ার, পুলিশ নিয়েছে।'

পহেলগাঁওয়ে জঙ্গিদের হাতে নিরীহ মানুষের হত্যালীলার প্রতিশোধ নিয়েছে ভারতের সেনাবাহিনী। অপারেশন সিঁদুরের মাধ্যমে গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গী ঘাঁটি। স্বস্তির নিঃশ্বাস ফেলছে দেশবাসী। এর মধ্যেই প্রথমে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বোমা মারার হুমকি মেল এসেছে। আর এবার কেকেআর-সিএসকে ম্যাচের আগে ইডেনে এল হুমকি মেল। 

গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের (GCA) অফিসিয়াল ইমেলে একটি হুমকি মেল এসেছে, যেখানে লেখা হয়েছে, 'আমরা তোমাদের স্টেডিয়াম উড়িয়ে দেব।' এই মেলটি 'পাকিস্তান' নামে পাঠানো হয়েছে, যার পর নিরাপত্তা সংস্থাগুলি সতর্ক হয়ে গিয়েছে এবং বিষয়টি  খতিয়ে দেখে তদন্ত শুরু করা হয়েছে। অপারেশন সিঁদুরের পরপরই হুমকি এসেছে, তাই এই বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

সূত্রের খবর, এই হুমকি এমন এক সময়ে এসেছে যখন আগামী সপ্তাহগুলিতে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দুটি গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে স্টেডিয়াম এবং আশেপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। গুজরাত পুলিশ এবং সাইবার ক্রাইম টিম তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয় এবং ইমেলের উৎস অনুসন্ধান শুরু করে। কর্মকর্তারা বলছেন যে তারা চিঠিটি কোথা থেকে এবং কে পাঠিয়েছে তা খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

POST A COMMENT
Advertisement