ICC World Cup 2023 Virat Kohli Birthday: কোহলির জন্মদিনে অভূতপূর্ব পরিকল্পনা ইডেনে, কী হবে সেদিন?

বিশ্বকাপে দারুণ শুরু করেছে ভারতীয় দল। ঘরের মাঠে অনুষ্ঠিত এই টুরনামেন্টে দারুণ ছন্দে ভারতের রান মেশিন বিরাট কোহলিও।  ৫ নভেম্বর রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের বিশ্বকাপ ২০২৩-এ খেলতে নামছে টিম ইন্ডিয়া। সেই ম্যাচের আগে ইডেন গার্ডেনসে (Eden Gardens) জন্মদিনের কেক কাটবেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। 

Advertisement
কোহলির জন্মদিনে অভূতপূর্ব পরিকল্পনা ইডেনে, কী হবে সেদিন?বিরাট কোহলি

বিশ্বকাপে দারুণ শুরু করেছে ভারতীয় দল। ঘরের মাঠে অনুষ্ঠিত এই টুরনামেন্টে দারুণ ছন্দে ভারতের রান মেশিন বিরাট কোহলিও।  ৫ নভেম্বর রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের বিশ্বকাপ ২০২৩-এ খেলতে নামছে টিম ইন্ডিয়া। সেই ম্যাচের আগে ইডেন গার্ডেনসে (Eden Gardens) জন্মদিনের কেক কাটবেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। 


ম্যাচের দিনেই নিজের ৩৫তম জন্মদিন পালন করবেন তিনি। ইনসাইড স্পোর্টসের খবর অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের বিশ্বকাপের ম্যাচের আগে কোহলির জন্য বিশেষ কেকের ব্যবস্থা করছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB)। বিরাট বর্তমানে মারাত্মক ফর্মে রয়েছেন এবং ইতিমধ্যে একটি সেঞ্চুরিসহ ৫ ইনিংসে মোট ৩৫৪ রান করেছেন। সবচেয়ে বেশি রান সংগ্রাহকদের তালিকায় চতুর্থ নম্বরে ভারতের প্রাক্তন অধিনায়ক। নিউজিল্যান্ডকে হারানোর পর আগামীকাল ভারত বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে লখনউয়ের একনা স্টেডিয়ামে ম্যাচ খেলবে। এই মুহূর্তে সব ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে 'ম্যান ইন ব্লু'।

 ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের পর কলকাতায় আসবে টিম ইন্ডিয়া। তার পরেই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামবে ভারত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবেন রোহিত শর্মারা। একদিনের ক্রিকেটে ৪৭টি সেঞ্চুরি করে ফেলেছেন বিরাট। সচিন তেন্ডুলকরকে টপকাতে গেলে আরও তিনটি সেঞ্চুরি দরকার। তবে রবিবার ইংল্যান্ডের বিরদ্ধে আরো একটা সেঞ্চুরি আসলে আশা করাই যায়, ইডেনে পরের রবিবার জন্মদিনে সচিনকে ছুঁয়ে ফেলবেন কিং কোহলি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচেও রান তাড়া করতে নেমে ৯৫ রানের ইনিংস খেলে আউট হন। ছক্কা মেরে নিজের শতরানের পাশাপাশি দলের জয় তুলে আনতে গিয়ে আউট হয়ে ফিরতে হয় তাঁকে।

তাতেও ভারতের জয় আটকাতে পারেনি কিউয়িরা। রবিবার মাঠ ভর্তি দর্শকদের সামনে আরও একটা সেঞ্চুরি করতে পারলে জন্মদিনে সেটা বেশ স্পেশাল হবে বিরাটের কাছে। ইডেনের মাঠে বল দারুণভাবে ব্যাটে আসে যা সাহায্য করতে পারে বিরাটকে।   

Advertisement

POST A COMMENT
Advertisement