Mohammed Shami : হাইকোর্টে মহম্মদ শামির বড় ধাক্কা, স্ত্রী-কে প্রতি মাসে দিতে হবে ৪ লাখ টাকা

হাইকোর্টের নির্দেশ, স্ত্রী হাসিন জাহানকে প্রতি মাসে দেড় লক্ষ টাকা ও মেয়ের জন্য আড়াই লক্ষ টাকা করে দিতে হবে শামিকে। শামি চাইলে মেয়ের রক্ষণাবেক্ষণের জন্য আরও টাকা খরচ করতে পারেন।

Advertisement
হাইকোর্টে মহম্মদ শামির বড় ধাক্কা, স্ত্রী-কে প্রতি মাসে দিতে হবে ৪ লাখ টাকা Mohammed Shami
হাইলাইটস
  • হাইকোর্টে বড়সড় ধাক্কা খেলেন ক্রিকেটার শামি
  • স্ত্রী হাসিন জাহানকে প্রতি মাসে দেড় লক্ষ টাকা ও মেয়ের জন্য আড়াই লক্ষ টাকা করে দিতে হবে শামিকে

কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার মহম্মদ শামি। তাঁকে ভরণপোষণ বাবদ স্ত্রী হাসিন জাহানকে প্রতি মাসে দিতে হবে ৪ লক্ষ টাকা দিতে হবে, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়।

হাইকোর্টের নির্দেশ, স্ত্রী হাসিন জাহানকে প্রতি মাসে দেড় লক্ষ টাকা ও মেয়ের জন্য আড়াই লক্ষ টাকা করে দিতে হবে শামিকে। শামি চাইলে মেয়ের রক্ষণাবেক্ষণের জন্য আরও টাকা খরচ করতে পারেন। 

২০১৮ সালে শামির কাছ থেকে ভরণপোষণ বাবদ ৭ লক্ষ টাকা দাবি করেছিলেন হাসিন হাসিন। আরও ৩ লক্ষ টাকা দাবি করেছিলেন মেয়ের পড়াশোনার খরচ বাবদ। কিন্তু সেই সময় আদালতে সেই আবেদন খারিজ হয়ে যায়। আলিপুর আদালত তখন নির্দেশ দিয়েছিল, স্ত্রীকে প্রতি মাসে ৫০ হাজার টাকা এবং সন্তানের জন্য ৮০,০০০ টাকা দেবেন ওই ক্রিকেটার।

নিম্ন আদালতের দেওয়া আদেশকে চ্যালেঞ্জ করে হাসিন জাহান কলকাতা হাইকোর্টে আবেদন করেন। সেখানে দাবি করেন, ২০২১ সালের আয়কর রিটার্ন ফাইলে শামির দেওয়া তথ্য অনুসারে, তাঁর বার্ষিক আয় প্রায় ৭ কোটি ১৯ লক্ষ ৫৪ হাজার ১০ টাকা। অর্থাৎ মাসে আয় প্রায় ৬০ লক্ষ টাকা। সন্তানের ভরণপোষণের জন্য খরচ হয় ৬ লক্ষ টাকারও বেশি। সেই মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট শামিকে প্রতি মাসে ৪ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিল। 

বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায় বলেন, সকল পক্ষের হলফনামার পরিপ্রেক্ষিতে এটা স্পষ্ট যে, নিম্ন আদালত যে রায় দিয়েছিল তা সংশোধনের প্রয়োজন রয়েছে। শামি তাঁর স্ত্রী এবং সন্তানের জন্য আরও বেশি টাকা দিতে সক্ষম। হাসিন জাহান একা মেয়েকে মানুষ করছেন। তাই তাঁর এই টাকার প্রয়োজনিয়তা রয়েছে। 

 

POST A COMMENT
Advertisement