Champions Trophy 2025 Final Ind Vs New Zealand: কোহলি-পান্ডিয়া কিংবা রোহিত নয়, ভারতের এই প্লেয়ার আসলে কিউইদের যম, চিনুন

Shreyas Iyer, New Zealand, Shreyas Iyer ODI's, shreyas iyer stats, Shreyas Iyer dangerous, against new zealand, champions trophy final, ind-vs-nz-ct-2025-final-kohli-rohit-hardik, champions trophy 2025, champions trophy 2025 final, champions trophy final dubai, champions trophy uae, champions trophy 2025 pakistan, virat kohli, mohammad shami, rohit sharma, hardik pandiya, akshar patel, ravidnra jadeja, kulpdeep yadab, varun chakrabarty, harshit rana, washington sundar, kl rahul

Advertisement
কোহলি-পান্ডিয়া কিংবা রোহিত নয়, ভারতের এই প্লেয়ার আসলে কিউইদের যম, চিনুনকোহলি-পান্ডিয়া কিংবা রোহিত নয়, ভারতের এই প্লেয়ার আসলে কিউইদের যম, চিনুন

Champions Trophy 2025 Final Ind Vs New Zealand: ৯ মার্চ, দুবাই। চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে ভারত বনাম নিউজিল্যান্ড ফাইনাল। ২০০০ সালে ঠিক এই প্রতিযোগিতাতেই নিউজিল্যান্ড প্রথমবার ভারতকে হারিয়ে আইসিসি ট্রফি জিতেছিল। এবার কি বদলা নেবে ভারত? সবাই তাকিয়ে রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমন গিল, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া কিংবা মহম্মদ শামির দিকে। কিন্তু একজন খেলোয়াড় আছেন, যিনি নিউজিল্যান্ডের বিপক্ষে সবচেয়ে ভয়ংকর হয়ে উঠতে পারেন—শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)!

নিউজিল্যান্ডের সামনে সবচেয়ে বড় মাথাব্যথা—শ্রেয়স আয়ার
শ্রেয়স আয়ারের সাম্প্রতিক পারফরম্যান্স এবং বিশেষ করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তার রেকর্ড ভয় ধরিয়ে দেওয়ার মতো!

ওডিআই ক্যারিয়ার: ৬৯ ম্যাচ, ২৭৯৭ রান, ৪৮.২২ গড়ে, ৫ সেঞ্চুরি।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে রেকর্ড: ৯ ম্যাচ, ৫৬৩ রান, ৭০.৩৭ গড়ে, ২ সেঞ্চুরি!

হ্যামিল্টনে ২০২০ সালে তার প্রথম ওডিআই নিউজিল্যান্ডের বিপক্ষে, আর প্রথম ম্যাচেই ১০৩ রান! এরপর সেই সিরিজে ৫২ ও ৬২ রানের ইনিংস। ২০২২ সালে? দুই ম্যাচে ৮০ ও ৪৯ রান।

বিশ্বকাপ ২০২৩
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ—ধর্মশালায় ৩৩ রান, আর মুম্বাইয়ে সেমিফাইনালে দুর্দান্ত ১০৫! এবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে দুবাইতে ৭৯ রান। অর্থাৎ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি খেলতে নামলেই অন্য লেভেলের ব্যাটিং করেন! তার ওডিআই গড় যেখানে ৪৮.২২, সেখানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তা এক ধাক্কায় ৭০.৩৭!

ফাইনালে ভারতের এক্স-ফ্যাক্টর কে?
বিশ্বমানের সব ব্যাটার থাকলেও, এই মুহূর্তে নিউজিল্যান্ডের জন্য সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হতে পারেন শ্রেয়স আইয়ার। কারণ তিনি শুধু রান করেন না, বরং বিপক্ষের বিরুদ্ধে দাপট দেখান! ভারত কি ২০০০ সালের ইতিহাস বদলে এবার নিউজিল্যান্ডকে হারিয়ে ট্রফি জিততে পারবে? শ্রেয়স আইয়ার কি আবারও কিউইদের ত্রাস হয়ে উঠবেন? ৯ মার্চের ফাইনালে তার ব্যাট যদি চলতে থাকে, তবে ভারতীয় সমর্থকদের উৎসব শুরু হতে বেশি সময় লাগবে না!
 

 

POST A COMMENT
Advertisement