চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ও ভারত-বাংলাদেশ ম্যাচ কত তারিখে? রইল সম্ভাব্য দিনক্ষণ

India vs Pakistan and India VS Bangladesh Match in Champions Trophy 2025: দুটি সেমিফাইনাল ম্যাচ হবে ৪ (রিজার্ভ ডে থাকবে না) ও ৫ মার্চ (রিজার্ভ ডে থাকছে)। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল হবে ৯ মার্চ। ফাইনালেও রিজার্ভ ডে থাকছে। যদি প্রথম সেমিফাইনালে ভারত খেলে, তাহলে ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরশাহিতে।

Advertisement
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ও ভারত-বাংলাদেশ ম্যাচ কত তারিখে? রইল সম্ভাব্য দিনক্ষণভারত বনাম পাকিস্তান ও ভারত বনাম বাংলাদেশ ম্যাচ চ্যাম্পিয়ন্স ট্রফি
হাইলাইটস
  • কবে হবে ভারত-পাকিস্তান ম্যাচ?
  • কোন গ্রুপে কোন কোন দল রয়েছে?
  • কবে ও কোথায় ফাইনাল হবে চ্যাম্পিয়ন্স ট্রফির?

India VS Pakistan and India VS Bangladesh Match in 2025 : অবশেষে বহু প্রতীক্ষিত সেই খবর এল। ভারত বনাম পাকিস্তান ক্রিকেট ম্যাচ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) ভারত-পাক ম্যাচ নিয়ে দীর্ঘ টালবাহানা চলছিল। BCCI জানিয়ে দিয়েছিল, পাকিস্তানে গিয়ে ম্যাচ খেলবে না ভারত। এহেন পরিস্থিতিতে হাইব্রিড মডেলেই চ্যাম্পিয়ন্স ট্রফি করার সিদ্ধান্ত নিল ICC। যার নির্যাস, সংযুক্ত আরব আমিরশাহি বা শ্রীলঙ্কায় ম্যাচ হতে পারে। তবে সংযুক্ত আরব আমিরশাহিতে ম্যাচ হওয়ার সম্ভাবনাই বেশি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) চেয়ারম্যান সংযুক্ত আরব আমিরশাহির মন্ত্রী ও আরব ক্রিকেট বোর্ডের প্রধান শেখ নাহায়ান আল মুবারকের সঙ্গে বৈঠক করার পরেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যায়। 

কবে হবে ভারত-পাকিস্তান ম্যাচ?

সব কিছু ঠিক থাকলে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসেই পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। ফেব্রুয়ারি মাসের ২৩ তারিখ অর্থা্‍ রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান। ভারতের গ্রুপে বাকি দুটি টিম হল বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ভারত-বাংলাদেশ ম্যাচ হতে পারে ২০ ফেব্রুয়ারি ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত খেলতে পারে ২ মার্চ। দুটি ম্যাচই দুবাইয়ে হওয়ার সম্ভাবনা।  

কোন গ্রুপে কোন কোন দল রয়েছে?

চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ A-তে রয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। গ্রুপ B-তে রয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ১৯ ফেব্রুয়ারি নিউজ্যাল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ খেলবে ভারত। ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে হবে পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ। গ্রুপ B-তে প্রতিটি ম্যাচই পাকিস্তানের লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে হবে। 

কবে ও কোথায় ফাইনাল হবে চ্যাম্পিয়ন্স ট্রফির?

দুটি সেমিফাইনাল ম্যাচ হবে ৪ (রিজার্ভ ডে থাকবে না) ও ৫ মার্চ (রিজার্ভ ডে থাকছে)। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল হবে ৯ মার্চ। ফাইনালেও রিজার্ভ ডে থাকছে। যদি প্রথম সেমিফাইনালে ভারত খেলে, তাহলে ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। আর যদি ভারত সেমি ফাইনালে না উঠতে পারে, সে ক্ষেত্রে ম্যাচ হবে পাকিস্তানে। যদি ভারত ফাইনালে ওঠে, তাহলে ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। যদি ভারত ফাইনালে না ওঠে তা হলে, ফাইনাল ম্যাচ হবে পাকিস্তানের লাহোরে। 
 

Advertisement

POST A COMMENT
Advertisement