ভারত বনাম বাংলাদেশদুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই বৃষ্টির সম্ভাবনা। ভারত বনাম বাংলাদেশের এই ম্যাচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুবাইয়ের এই ম্যাচ ভেস্তে গেলে কী হবে? এতে ভারত না বাংলাদেশ কোন দল লাভবান হবে? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সমর্থকদের মনে।
ভারত বনাম বাংলাদেশ ম্যাচ ভেস্তে গেলে কী হবে?
যদিও এখনও অবধি যা পরিস্থিতি তাতে বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যাওয়ায় সম্ভাবনা নেই। তবে ভেস্তে গেলে লাভ বাংলাদেশেরই। কারণ ভারতের বিরুদ্ধে তাদের রেকর্ড একেবারেই ভাল নয়। পাশাপাশি দীর্ঘদিন ওডিআই ম্যাচ খেলেনি বাংলাদেশ। প্রথম ম্যাচেই এমন কঠিন দলের বিরুদ্ধে নামতে হওয়ায় চাপে পড়তে পারেন নাজমুল হোসেন শান্তরা। এই টুর্নামেন্টে একটা ম্যাচ হারা মানেই বিদায়ের মুখোমুখি এসে দাঁড়ানো। চার দলের দুই গ্রুপ প্রতিটি থেকে সেরা দুই দল যাবে সেমিফাইনালে। পাকিস্তান প্রথম ম্যাচ নিউজিল্যন্ডের কাছে হেরে যাওয়ায়, ভারতের বিরুদ্ধে ম্যাচ তাদের কাছে কার্যত নক আউটের মতো। সে পরিস্থিতির সামনে তাদেরও পড়তে হোক এমনটা চাইবে না বাংলাদেশ। তাই এই ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে লাভ বাংলাদেশেরই।
মেঘাচ্ছন্ন আকাশ নিয়েও সমস্যা নেই টিম ইন্ডিয়ার
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামার আগে রোহিতকে বলতে শোনা গিয়েছে, 'যদি দুবাইয়ের আকাশ মেঘাচ্ছন্ন থাকে, আমাদের অস্ত্রাগারে রয়েছে ভাল বোলার। যদি বোলারদের সাহায্য করার মতো পরিবেশ থাকে, তাহলেও আমাদের দলে রয়েছে সেই ধরনের বোলার, যারা পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে নিজেদের সেরাটা তুলে ধরতে পারবে।'
চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি:
১৯ ফেব্রুয়ারি, পাকিস্তান বনাম নিউজিল্যান্ড, করাচি, পাকিস্তান (৬০ রানে ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড)
২০ ফেব্রুয়ারি, বাংলাদেশ বনাম ভারত, দুবাই
২১ ফেব্রুয়ারি, আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, করাচি, পাকিস্তান
২২ ফেব্রুয়ারি, আস্ট্রলিয়া বনাম ইংল্যান্ড, লাহোর, পাকিস্তান
২৩ ফেব্রুয়ারি, পাকিস্তান বনাম ভারত, দুবাই
২৪ ফেব্রুয়ারি, বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, রাওয়ালপিন্ডি, পাকিস্তান
২৫ ফেব্রুয়ারি, অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা, রাওয়ালপিন্ডি, পাকিস্তান
২৬ ফেব্রুয়ারি, আফগানিস্তান বনাম ইংল্যান্ড, লাহোর, পাকিস্তান
২৭ ফেব্রুয়ারি, পাকিস্তান বনাম বাংলাদেশ, রাওয়ালপিন্ডি, পাকিস্তান
২৮ ফেব্রুয়ারি, আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া, লাহোর, পাকিস্তান
১ মার্চ, দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড, করাচি, পাকিস্তান
২ মার্চ, নিউজিল্যান্ড বনাম ভারত, দুবাই
৪ মার্চ, সেমিফাইনাল ১, দুবাই
৫ মার্চ, সেমিফাইনাল ২, লাহোর, পাকিস্তান
৯ মার্চ, ফাইনাল, লাহোর (ভারত যোগ্যতা অর্জন না করলে খেলা হবে)
১০ মার্চ, রিজার্ভ ডে