উড়ন্ত কিউইদের মাটিতে নামাল বরুণের মায়াজাল, ৫ উইকেট রহস্য স্পিনারChampions Trophy 2025 Varun 5 Wicket: কেকেআরের হয়ে আইপিএল কাঁপিয়েছেন। আন্তর্জাতিক টি২০তে অভিষেকের পর থেকে ধামাল করেছেন। এবার ওয়ান-ডেতেও কামাল করলেন বরুণ চক্রবর্তী। ৫ উইকেট নিয়ে কিউই ব্যাটিংয়ের মাজা ভেঙে দিলেন ডানহাতি স্পিনার। অফ স্পিন না লেগস্পিন সেটা অবশ্য বলা কঠিন। আর সেই ধন্দেই আত্মসমর্পণ নিউজিল্যান্ডের। সঙ্গে দোসর তিন স্পিনার রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেল, কাউকেই সেই অর্থে পড়তে পারেনি কিউই ব্যাটাররা।
এদিন অবশ্য় টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। স্লো পিচে ভারতীয় ব্যাটাররা আপ্রাণ চেষ্টা করেও ২৪৯ রানের বেশি তুলতে পারেনি। শ্রেয়স আইয়ার ৭৯ এবং হার্দিক পান্ডিয়ার ৪৫, অক্ষর প্যাটেলের ৪২ বাদ দিলে বাকিরা রান করতে পারেননি। যদিও বিরাট কোহলি আর রবীন্দ্র জাদেজার ক্যাচ দুটি অসাধারণ দক্ষতায় ধরে নেন গ্লেন ফিলিপস এবং কেন উইলিয়ামসন। এই টেমপ্লেট যদি পরের ম্যাচেও জারি থাকে তাহলে দুঃখ রয়েছে অস্ট্রেলিয়ার ভাঙা টিমের কপালেও।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ের হ্যাটট্রিক করল ভারত। এদিন কোহলি ৩০০ তম ম্যাচ খেলতে নেমেছিলেন। ব্যাটে তেমন কিছু করতে পারেননি। তবে দিনের শেষে সেই পার্টিতে জল ঢালতে দিল না বরুণ অ্যান্ড কোম্পানি। কেকেআরের আবিষ্কার মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীর মায়াজালে বধ কিউইরা। বরুণের বোলিং ফিগার ১০-০-৪২-৫।
গ্লেন ফিলিপসকে ১২ রানে এবং মাইকেল ব্রেসওয়েলকে ২ রানে আউট করলেন বরুণ। ১২০ বলে ৮১ রান করার পর অক্ষরের স্পিনের জালে বন্দি হলেন উইলিয়ামসন। প্রতিপক্ষের সেরা ব্যাটারকে ফেরানোর পরই জয়ের গন্ধ পেতে শুরু করে ভারত। অধিনায়ক মিচেল স্যান্টনার কিছুটা আগ্রাসী মেজাজে খেললেন। শেষ পর্যন্ত ২০৫ রানে গুটিয়ে গেল কিউয়িরা। ভারত ৪৪ রানে জয় পেল। ৫ উইকেট নিলেন বরুণ চক্রবর্তী। কুলদীপ দুটি, হার্দিক, অক্ষর , জাদেজা একটি করে উইকেট পেলেন। ম্যাচের সেরা হলেন বরুণই। কিউয়িদের হারিয়ে ভারত তিন ম্য়াচে ৬ পয়েন্ট ও প্লাস ০.৭১৫ রান রেট নিয়ে ১ নম্বরে থেকেই গ্রুপ পর্ব শেষ করল। নিউজিল্যান্ড তিন ম্য়াচে ৪ পয়েন্ট ও প্লাস ০.২৬৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে থাকল।