IND vs PAK CT 2025: 'ক্রিকেটকে ধ্বংস...', জেলেই পাকিস্তানের খেলা দেখে হতাশ ইমরান

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান মহসিন নকভির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ইমরান খান। বর্তমান সরকারের ক্রিকেট প্রশাসনের শীর্ষ পদে নিয়োগ নিয়েও হতাশ। আলিমরা কথায়,'পছন্দের লোককে পদে বসিয়ে দিলে ক্রিকেট ধ্বংস হওয়ারই কথা'।

Advertisement
'ক্রিকেটকে ধ্বংস...', জেলেই পাকিস্তানের খেলা দেখে হতাশ ইমরান  পাকিস্তানের হার নিয়ে ইমরানের প্রতিক্রিয়া।
হাইলাইটস
  • ভারতের কাছে হেরে ট্রফির লড়াই থেকে ছিটকে গিয়েছে পাকিস্তান।
  • পাকিস্তানের খেলায় হতাশ ইমরান খান।

ভারতের বিরুদ্ধে হারের পর চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছে পাকিস্তান। তাতে যারপরনাই হতাশ পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ইমরান খান। এমনটা জানিয়েছেন তাঁর বোন আলিমা খান। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর আলিমা জানান, ২৩ ফেব্রুয়ারি রবিবার দুবাইতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে পাকিস্তানের খারাপ পারফরম্যান্সে বিরক্ত হয়েছেন ইমরান।

দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে টিম ইন্ডিয়া। দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। তাঁর চওড়া ব্যাটে সহজেই ২৪১ রানের লক্ষ্য পার করে ভারত।  ইমরানের বোন আলিমাকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে,'ভারতের বিপক্ষে ম্যাচ হেরে গভীর দুঃখ প্রকাশ করেছেন পিটিআই-এর (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) প্রতিষ্ঠাতা। জেলেই খেলা দেখেছেন ইমরান।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান মহসিন নকভির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ইমরান খান। বর্তমান সরকারের ক্রিকেট প্রশাসনের শীর্ষ পদে নিয়োগ নিয়েও হতাশ। আলিমরা কথায়,'পছন্দের লোককে পদে বসিয়ে দিলে ক্রিকেট ধ্বংস হওয়ারই কথা'।

ইমরানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছিলেন নজম শেঠি। প্রাক্তন পিসিবি প্রধান নজম শেঠি দাবি করেছেন, প্রধানমন্ত্রী থাকার সময়ে পাকিস্তান ক্রিকেটকে ধ্বংস করেছেন ইমরান। উল্লেখ্য, ইমরান নির্বাচনে জয়লাভের পর পিসিবি সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন নজম।

তাঁর দাবি,ঘরোয়া ক্রিকেট কাঠামোয় হস্তক্ষেপ করেছিলেন ইমরান। যার ফলে পাকিস্তান থেকে আর নতুন প্রতিভা উঠে আসছে না। ২০১৯ সালে ইমরানের নির্দেশে, পিসিবি ঘরোয়া ক্রিকেট কাঠামো পরিবর্তন করে। ১৬-১৮টি বিভাগীয় এবং আঞ্চলিক দলের প্রতিযোগিতাকে এনে ফেলা হয় ৬ দলে। ইমরানের প্রাক্তন সতীর্থ রমিজকে ২০২১ সালে পিসিবি প্রধান নিযুক্ত করা হয়েছিল। ইমরানের নেতৃত্বাধীন সরকার পতনের পর তাঁকে পদত্যাগ করতে হয়েছিল। 

শেঠি বলেন,'পাকিস্তান ক্রিকেটের পতন শুরু হয় ২০১৯ সালে। যখন একজন নতুন প্রধানমন্ত্রী ও তাঁর কাছের লোকের নেতৃত্বে নতুন ব্যবস্থা আনা হয়। দশকের পর দশক ধরে চলে আসা পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট কাঠামোর পরিবর্তন করেন তাঁরা। অস্ট্রেলিয়ান হাইব্রিড মডেল আনা হয়। সেই সঙ্গে বিদেশি কোচ নিয়োগ করে ফেরত পাঠানো, নির্বাচকদের ইচ্ছামতো মনোনীত করা হয়েছিল, যাঁদের সরিয়ে দেওয়া হয়েছিল তাঁদেরই নিয়োগ করা হয়েছিল। এর ফলে বেড়ে গিয়েছিল গোষ্ঠী কোন্দল। এর ভয়াবহ পরিণতি এখন আমাদের সামনে'।

Advertisement

হারের পর পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে মত ক্রীড়ামহলের। কারণ, অন্তর্বর্তীকালীন প্রধান কোচ আকিব জাভেদকে নিয়োগের মাত্র ৪ মাস পরেই বরখাস্ত করার সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে।

POST A COMMENT
Advertisement