Champions Trophy 2025: ভারতের বিরুদ্ধে মহারণের আগে ধাক্কা খেল পাকিস্তান, ছিটকে গেলেন এই তারকা

ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে হারের পর আরও বড় ধাক্কা খেল পাকিস্তান। রিজওয়ানের দল থেকে চোটের জন্য গোটা টুর্নামেন্ট থেকেই বাদ পড়লেন ফখর জামান। একে তো ভারতের বিরুদ্ধে ম্যাচটা জিততেই হবে, তার উপর তারকা ক্রিকেটার না থাকা সমস্যা বাড়াল তাদের।

Advertisement
ভারতের বিরুদ্ধে মহারণের আগে ধাক্কা খেল পাকিস্তান, ছিটকে গেলেন এই তারকা

ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে হারের পর আরও বড় ধাক্কা খেল পাকিস্তান। রিজওয়ানের দল থেকে চোটের জন্য গোটা টুর্নামেন্ট থেকেই বাদ পড়লেন ফখর জামান। একে তো ভারতের বিরুদ্ধে ম্যাচটা জিততেই হবে, তার উপর তারকা ক্রিকেটার না থাকা সমস্যা বাড়াল তাদের।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ এক বিবৃতি বিষয়টি নিশ্চিত করেছে। পিসিবি বিবৃতিতে জানিয়েছে, ‘ফখর জামানের চোট বেশ গুরুতর। টুর্নামেন্টের বাকি অংশে তিনি আর খেলতে পারবেন না।’ পাকিস্তানের চ্যানেল পিটিভি স্পোর্টসের খবরেও এ কথা বলা হয়েছে। করাচিতে কাল ম্যাচের দ্বিতীয় বলেই বাউন্ডারি বাঁচাতে গিয়ে পিঠের নিচের অংশে আঘাত পান ফখর। ৩৪ বছর বয়সী ব্যাটসম্যানকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। পরে কিছুক্ষণের জন্য ফিল্ডিং করতে নামলে আঘাত পাওয়া স্থানে অস্বস্তি দেখা দেয়। ফলে তিনি আবার ড্রেসিংরুমে ফিরে যান।

কাল ব্যাটিংয়েও নেমেছেন দেরিতে ফখর। চার নম্বরে নেমে ৪১ বলে করেন ২৪ রান। স্লগ করতে গিয়ে মাইকেল ব্রেসওয়েলের বলে বোল্ড হন। ব্যাটিংয়ের সময়েও ফখর স্বাভাবিকভাবে দৌড়াতে পারছিলেন না। ফিজিওর কাছ থেকে আরেক দফা চিকিৎসা নিয়ে চালিয়ে যান ব্যাটিং। তখন মনে হচ্ছিল, পাকিস্তান দলের জন্য দুঃসংবাদ আসতে চলেছে। শেষ পর্যন্ত শঙ্কাটাই সত্যি হলো।

ফখরের পরিবর্তে আরেক বাঁহাতি ওপেনার ইমাম-উল-হককে চ্যাম্পিয়নস ট্রফির দলে নেওয়া হয়েছে। আইসিসি অনুমোদন দিয়েছে। ২৯ বছর বয়সী ইমাম এখন পর্যন্ত ৭২টি ওয়ানডে খেলেছেন। ৯ সেঞ্চুরি ও ২০ টি হাফ সেঞ্চুরি সহ করেছেন ৩১৩৮ রান। বর্তমানে দারুণ ছন্দে আছেন ইমাম। গত সোমবার চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তান ‘এ’ দলের (শাহিনস নামে পরিচিত) হয়ে করেছেন ৯৮ রান। 

চোটের জন্য ছিটকে যাওয়া ফখর দলকে শুভকামনা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘সবচেয়ে বড় মঞ্চে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে পারা অনেক সম্মানের এবং এটা এ দেশের প্রত্যেক ক্রিকেটারের স্বপ্ন। আমি একাধিকবার পাকিস্তানের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। এটা গর্বের ব্যাপার। দুর্ভাগ্যবশত আমি ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে পড়েছি। কিন্তু নিশ্চয় আল্লাহ সেরা পরিকল্পনাকারী। সুযোগ পাওয়ায় আমি কৃতজ্ঞ। আমি বাড়ি থেকেই দলকে সমর্থন করে যাব। এটা মাত্র শুরু। আমাদের প্রত্যাবর্তন এই ধাক্কার চেয়ে শক্তিশালী হবে।’

Advertisement

 

POST A COMMENT
Advertisement