Champions Trophy 2025 India Vs Pakistan: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫: ভারত ও পাকিস্তানের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর হাই-ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে রবিবার, ২৩ ফেব্রুয়ারি। ম্যাচটি শুরু হবে দুপুর ২:৩০-এ, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ইতিহাস বলছে, এই ভেন্যুতে পাকিস্তানের বিরুদ্ধে দুটি ওয়ানডে ম্যাচে ভারত জয়ী হয়েছে। এবার রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল কি হ্যাটট্রিক করবে?
দুবাইতে ভারত-পাকিস্তান সাক্ষাৎ: ইতিহাস কী বলছে?
ভারত ও পাকিস্তান প্রথমবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ১৯ সেপ্টেম্বর ২০১৮-তে এশিয়া কাপে। পাকিস্তান প্রথমে ব্যাট করে ১৬২ রান তোলে। ভারত ৮ উইকেটে সহজেই ম্যাচ জিতে নেয়। সেই ম্যাচে ভূবনেশ্বর কুমার ৭ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন।
পরবর্তীতে, ২৩ সেপ্টেম্বর ২০১৮-তে সুপার ফোর পর্বে আবারও দু’দল মুখোমুখি হয়। পাকিস্তান ২৩৭/৭ রান সংগ্রহ করে। কিন্তু ভারত অধিনায়ক রোহিত শর্মার অপরাজিত ১১১* এবং শিখর ধাওয়ানের ১১৪ রানের দুর্দান্ত ইনিংসে ৯ উইকেটে সহজ জয় পায়।
ভারত বনাম পাকিস্তান: সামগ্রিক পরিসংখ্যান
ওয়ানডে ফরম্যাটে ভারত ও পাকিস্তানের মধ্যে এখন পর্যন্ত ১৩৫টি ম্যাচ হয়েছে। এর মধ্যে ভারত জিতেছে ৫৭টি এবং পাকিস্তান ৭৩টি ম্যাচে জয়ী হয়েছে। ৫টি ম্যাচের কোনও ফলাফল হয়নি।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকার লড়াই
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ হেরে যাওয়ার পর, পাকিস্তানের জন্য এই ম্যাচ ‘করো বা মরো’ পরিস্থিতির সমান। যদি তারা ভারতকে হারাতে ব্যর্থ হয়, তাহলে সেমিফাইনালে ওঠার আশা প্রায় শেষ হয়ে যাবে। অন্যদিকে, বাংলাদেশকে হারানোর পর ভারত এই ম্যাচ জিতলে প্রায় নিশ্চিতভাবেই সেমিফাইনালে প্রবেশ করবে।
সম্ভাব্য একাদশ
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবিশচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মোহাম্মদ শামি।
পাকিস্তান:বাবর আজম, সাউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক, উইকেটরক্ষক), ইমাম-উল-হক, সালমান আলি আগা (সহ-অধিনায়ক), তৈয়ব তাহির, খুশদিল শাহ, আবরার আহমেদ, হারিস রউফ, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি।
ফাইনাল কবে?
এই ম্যাচের ফলাফলই নির্ধারণ করবে কোন দল চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠতে পারবে। ভারত কি পাকিস্তানকে হারিয়ে দুবাইতে জয়ের হ্যাটট্রিক করবে, নাকি পাকিস্তান ঘুরে দাঁড়াবে? ক্রিকেটপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে এক রোমাঞ্চকর মহাযুদ্ধ হতে চলেছে।