Kolkata Knight Riders: সরে দাঁড়ালেন চন্দ্রকান্ত, KKR সরালো কাপ জেতানো কোচকেই

কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এ মরসুমে একেবারেই ভাল পারফর্ম করতে পারেনি। আর এর পর থেকেই যে আশঙ্কা ছিল, সেটাই সত্যি হল। কোচের পদ থেকে সরে দাঁড়ালেন চন্দ্রকান্ত পণ্ডিত। কেকেআর-এর তিন মরসুমের কোচিং কেরিয়ারে একবার আইপিএল জিতেছেন। তবে নাইটদের সেই কাপ জয়ের কৃতিত্বের সিংহভাগই নিয়ে চলে গিয়েছিলেন মেন্টর গৌতম গম্ভীর। তিনি জাতীয় দলের কোচ হওয়ার পর, নাইটদের নিয়ন্ত্রণ চলে আসে চন্দ্রকান্ত পন্ডিতের ওপরেই। কিন্তু এবারের আইপিএলে নাইটরা কিছুই করতে পারেননি।

Advertisement
সরে দাঁড়ালেন চন্দ্রকান্ত, KKR সরালো কাপ জেতানো কোচকেই

কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এ মরসুমে একেবারেই ভাল পারফর্ম করতে পারেনি। আর এর পর থেকেই যে আশঙ্কা ছিল, সেটাই সত্যি হল। কোচের পদ থেকে সরে দাঁড়ালেন চন্দ্রকান্ত পণ্ডিত। কেকেআর-এর তিন মরসুমের কোচিং কেরিয়ারে একবার আইপিএল জিতেছেন। তবে নাইটদের সেই কাপ জয়ের কৃতিত্বের সিংহভাগই নিয়ে চলে গিয়েছিলেন মেন্টর গৌতম গম্ভীর। তিনি জাতীয় দলের কোচ হওয়ার পর, নাইটদের নিয়ন্ত্রণ চলে আসে চন্দ্রকান্ত পন্ডিতের ওপরেই। কিন্তু এবারের আইপিএলে নাইটরা কিছুই করতে পারেননি।

আট নম্বরে থেকে মরসুম শেষ করে নাইটরা 
২০২৪ আইপিএলের চ্যাম্পিয়ন কলকাতা এবার লিগ তালিকায় আট নম্বরে শেষ করে। আজিঙ্কা রাহানেরা মাত্র ৫টি ম্যাচ জিতেছিলেন। তখন থেকেই জল্পনা ছিল কোচ চন্দ্রকান্তের ইস্তফা নিয়ে। ২০২৩ আইপিএলে প্রথমবার কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ হয়ে এসেছিলেন চন্দ্রকান্ত। কিন্তু শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে আনকোড়া নীতীশ রানের নেতৃত্ব দিয়ে ব্যর্থ হয় কলকাতা।

সরতে হবে রাহানেকেও
এবার অনেকেই মনে করছেন, কোপ পড়তে পারে ক্যাপ্টেন অজিঙ্কা রাহানের উপরেও। এবার কি অধিনায়কের পদ ছাড়বেন আজিঙ্কা রাহানে? ২০২৬ আইপিএলে কি নতুন কোচ ও অধিনায়ক নিয়েই নামবে শাহরুখ খানের দল? কোচ চন্দ্রকান্ত পন্ডিতের সরে দাঁড়ানোর কথা জানিয়ে এক্স প্ল্যাটফর্মে কলকাতা নাইট রাইডার্স লেখে, 'চন্দু স্যার, আপনার ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাই। কলকাতা সব সময় আপনার ঘর হিসেবেই থাকবে।' শোনা যাচ্ছে চন্দ্রকান্ত পন্ডিত এবার আইপিএলের অন্য এক ফ্র্য়াঞ্চাইজিতে কোচ হিসাবে যোগ দেবেন।

প্রসঙ্গত, তিনটি আলাদা রাজ্যের হয়ে কোচ হিসাবে ৬ বার রঞ্জি ট্রফি জেতার নজির আছে চন্দ্রকান্ত পন্ডিতের। মুম্বইকে তিনবার, বিদর্ভ ও মধ্যপ্রদেশকে কোচিং করে রঞ্জি জেতান চন্দ্রকান্ত। এরপর ২০২৪ আইপিএলে কেকেআর-কে চ্যাম্পিয়ন করান। 

POST A COMMENT
Advertisement