Mahendra Singh Dhoni,Manoj Tiwaryদলের সমর্থন পাননি। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তাঁকে পছন্দ করতেন না। টিম ম্যানেজমেন্টও সঙ্গ দেয়নি। অভিযোগ করলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি। তাঁর দাবি, আন্তর্জাতিক ক্রিকেটে তিনি নিজেকে সেভাবে প্রমাণ করার সুযোগই পাননি। পেলে দেশের জন্য আরও বড় কিছু করতে পারতেন।
২০১৫ সালে ভারতীয় দলের জার্সি গায়ে শেষবার আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমেছিলেন মনোজ। ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেঞ্চুরিও হাঁকিয়েছিলেন বাংলার ওই ক্রিকেটার। তারপর খেলেন ২০১২ সালে। সেবারও শ্রীলঙ্কার বিরুদ্ধে ভালো খেলেছিলেন। তবে অনবরত ভালো খেললেও তাঁকে দলে নেওয়া হত না, এমনটাই দাবি করলেন তিনি।
তাঁর দলে সেভাবে সুযোগ না পাওয়ার জন্য ধোনিকে সরাসরি আক্রমণও করেছেন। বলেন, 'সবাই ধোনিকে পছন্দ করেন। দলকে নেতৃত্ব দিয়ে তিনি যে সব রেকর্ড গড়েছেন তা প্রশংসনীয়। আমিও তাঁর অধিনায়কত্ব ভালোবাসি। কিন্তু আমার ক্ষেত্রে ওঁর দৃষ্টিভঙ্গি সব সময় অন্যরকম ছিল। জানি না কেন। আমি কেন সুযোগ পেলাম না সেভাবে, তার উত্তর একমাত্র ধোনিই দিতে পারবেন। সেই সময় দলের অনেকেই আমাকে পছন্দ করতেন। কিন্তু আমাকে প্রথম একাদশে রাখা হত না। তা নিয়ে অনেকের ক্ষোভ ছিল। কিন্তু সামনে এসে সেটা বলবেন, এমন কেউ ছিলেন না। ক্রিকেটে এরকম চলতেই থাকে। কেউ কাউকে পছন্দ করেন, কেউ করেন না। আমাকে হয়তো পছন্দ করতেন না ধোনি।'
লাগাতার ভালো খেলার পরও দলের সিনিয়রদের সাহায্য পাননি বলেও অভিযোগ মনোজের। তাঁর কথায়, 'ধোনি, ফ্লেচাররা আজও সবথেকে ভালো উত্তর দিতে পারবেন আমাকে নিয়ে। আমি উত্তর খুঁজেছি। কোনওদিন পাইনি। আর আমি সেরকম মানুষও নই যে কোচ বা অধিনায়ককে গিয়ে কারণ জানতে চাইব।'
অবসর নেওয়ার এতদিন পরও মনোজ মনে করেন, তিনি দলে বেশি সুযোগ পেলে কেরিয়ায়টা অন্যরকম হতে পারত। অতীতে অনেক ক্রিকেটার দাবি করেছেন, ধোনি তাঁদের সঙ্গ দিয়েছেন। সুযোগ দিয়েছেন। তবে তিওয়ারির দাবি, ধোনি কোনওদিন তাঁকে সেভাবে এগিয়ে দেননি। তাঁর অভিযোগ, 'নিজের পছন্দের খেলোয়াড়দের ধোনি বারবার সুযোগ দিতেন। আমি অত ভালো খেলার পরও উনি আমার পাশে ছিলেন না। বরং অন্য কাউকে সুযোগ করে দিয়েছেন।'