Gautam Gambhir Ind vs Sa: দঃ আফ্রিকার কাছে লজ্জার হার, হোয়াইট ওয়াশের পর কোচ থাকছেন? গম্ভীর বললেন

কোচ হিসেবে তাঁর আসন যে টলমল তা ভালভাবেই জানতেন গৌতম গম্ভীর। ২৫ বছর পর দক্ষিণ আফ্রিকার কোনও দল ভারতে এসে টিম ইন্ডিয়াকে হোয়াইট ওয়াশ করল। ৪০২ রানে লজ্জার হার। এর পরও কোচ হিসেবে নিজের বিজ্ঞাপন তুলে ধরলেন গৌতম গম্ভীর। সাংবাদিকদের সামনে এসে কারুর দিকে আঙুল না তুলে সবার ব্যর্থতা বলে মেনে নিলে।

Advertisement
দঃ আফ্রিকার কাছে লজ্জার হার, হোয়াইট ওয়াশের পর কোচ থাকছেন? গম্ভীর বললেন

কোচ হিসেবে তাঁর আসন যে টলমল তা ভালভাবেই জানতেন গৌতম গম্ভীর। ২৫ বছর পর দক্ষিণ আফ্রিকার কোনও দল ভারতে এসে টিম ইন্ডিয়াকে হোয়াইট ওয়াশ করল। ৪০২ রানে লজ্জার হার। এর পরও কোচ হিসেবে নিজের বিজ্ঞাপন তুলে ধরলেন গৌতম গম্ভীর। সাংবাদিকদের সামনে এসে কারুর দিকে আঙুল না তুলে সবার ব্যর্থতা বলে মেনে নিলে।

কী বললেন গম্ভীর?
তিনি যে ইস্তফা দিচ্ছেন না তা সরাসরি জানিয়ে দেন গম্ভীর। পাশাপাশি ইংল্যান্ড সিরিজে ড্র, চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা যেন ভুলে না যাওয়া হয়। গম্ভীর বলেন, 'আমার ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব বিসিসিআই-এর। কিন্তু আমিই সেই ব্যক্তি যে ইংল্যান্ডে ভাল করেছি এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কোচ ছিলাম।' পাশাপাশি গম্ভীর মনে করেন টেস্ট ক্রিকেটকে এবার অগ্রাধিকার দেওয়া উচিত। তিনি বলেন, 'টেস্ট ক্রিকেটকে অগ্রাধিকার দেওয়া শুরু করো এবং সকলেরই এর মধ্যে ঢোকা উচিত আমাদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। টেস্ট ক্রিকেট খেলার জন্য সবচেয়ে উজ্জ্বল এবং প্রতিভাবান ক্রিকেটারের প্রয়োজন নেই। আমাদের সীমিত দক্ষতা সম্পন্ন কঠিন চরিত্রের প্রয়োজন।'

ম্যাচ হারলে সমস্ত দোষ কোচের হয়। অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় তাঁর কোচিং নিয়ে যে সমালোচনা চলছে তা তাঁর নজর এড়ায়নি। ম্যাচ শেষে তিনি বলেন, 'দোষ সবার উপর বর্তায়। এবং তা শুরু হয় আমার উপর থেকে। টেস্ট ক্রিকেটকে অগ্রাধিকার দেওয়া শুরু করো এবং সকলেরই অংশীদার হওয়া দরকার। এটি বাস্তবায়িত করার জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন।'

দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে গম্ভীর বলেন, 'আমাদের আরও ভালো খেলতে হবে। ৯৫/১ থেকে ১২২/৭ পর্যন্ত এটা গ্রহণযোগ্য নয়। আপনি কোনও ব্যক্তি বা কোনও নির্দিষ্ট শটকে দোষারোপ করবেন না। দোষ সবার। আমি কখনও ব্যক্তিকে দোষারোপ করিনি এবং ভবিষ্যতেও করব না। গম্ভীরের কোচিং-এ, ভারত ১৮টি টেস্টের মধ্যে ১০টিতে হেরেছে, যার মধ্যে গত বছর নিউজিল্যান্ডের বিরুদ্ধে জোড়া হোয়াইটওয়াশ এবং এখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে দুটি হোয়াইটওয়াশও রয়েছে। 

Advertisement

গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের পরাজয় টেস্ট ক্রিকেটে তাদের সবচেয়ে বড় রান। গম্ভীর সম্প্রতি দলে ঘন ঘন পরিবর্তন এবং ঐতিহ্যবাহী ফর্ম্যাটে বিশেষজ্ঞদের চেয়ে অলরাউন্ডারদের উপর বেশি মনোযোগ দেওয়ার প্রবণতার জন্য সমালোচনার মুখোমুখি হয়েছেন।

POST A COMMENT
Advertisement