অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে রোহিত শর্মা খেলবেন? নিশ্চিতভাবে বলতে পারলেন না গম্ভীর। তবে কে এল রাহুলের ফেরার সম্ভাবনা জোরালো করে দিলেন।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টের ফলাফল মোটেও ভাল হয়নি। ঘরের মাঠে হারতে হয়েছে। আর এর ফলেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ওঠার পথেও কাঁটা পড়েছে। এখন যা অবস্থা, তাতে ফাইনালে উঠতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতকে ৪-০ ব্যবধানে জিততে হবে।
এদিকে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে এদিন(১১ নভেম্বর) প্রেস মিট করেন কোচ গৌতম গম্ভীর। সেখানে তাঁকে ভারতের গেমপ্ল্যান সম্পর্কে বেশ কিছু প্রশ্ন করা হয়।
সবচেয়ে বড় প্রশ্ন
রোহিত শর্মা কি প্রথম টেস্টে খেলছেন? প্রশ্নের উত্তরে গৌতম গম্ভীর জানালেন, 'রোহিত শর্মার বিষয়টা এখনই নিশ্চিত করা যাচ্ছে না। আশা করছি তাঁকে পাওয়া যাবে। সিরিজ শুরুর আগেই পুরোটা জেনে যাবেন। যদি রোহিত শর্মাকে খেলানো না যায়, সেক্ষেত্রে আমাদের অল্টারনেট ওপেনার হিসাবে কে এল রাহুল এবং অভিমন্যু ঈশ্বরনের জুটি রয়েছে। প্লেয়িং ইলেভেন সম্পর্কে বলতে পারছি না। তবে আমরা সেরা কম্বিনেশন নিয়েই নামব। সহ-অধিনায়ক বুমরাহ। তাই রোহিতের অনুপস্থিতির ক্ষেত্রে তিনিই অধিনায়ক হবেন।'
ইদানিং কে এল রাহুলকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা মিম ঘুরছে। তাতে অনেকেই তাঁকে আরও সুযোগ দেওয়ার কথা বলছিলেন। তবে এবার সেই চান্সই পেতে পারেন কে এল রাহুল। এদিন গম্ভীর জানালেন, 'কে এল রাহুল ওপেন করতে পারেন। তিনি ৩ নম্বরে ব্যাট করতে পারেন, আবার ৬ নম্বরেও করতে পারেন। এটা একটা খুব ভাল জিনিস। অনেক প্লেয়ারই এমন দু-দুটো অপশন দিতে পারেন না।'
কোহলি-রোহিত...
গৌতম গম্ভীর বলেন, 'রোহিত ও বিরাট কোহলির ফর্ম নিয়ে চিন্তার কিছু নেই। এর আগে তাঁরা অবিশ্বাস্যভাবে ভাল পারফর্ম করেছেন। ওঁরা ভারতীয় ক্রিকেটের হয়ে অনেক সাফল্য অর্জন করেছেন। ভবিষ্যতেও করবেন। আগের সিরিজে যেটা হল, সেটার পর ড্রেসিংরুমে সবার খিদেটা আরও বেড়ে গিয়েছে।'
নিউজিল্যান্ড সিরিজের হার নিয়ে গৌতম গম্ভীর বলেন, 'আমরা পুরো হেরে গিয়েছিলাম। এই নিয়ে আমি ডিফেন্সিভ হচ্ছি না। আমরা এখন যে সমালোচনার মুখে পড়েছি, তা আমাদের প্রাপ্য। আমি এর পাল্টা জবাব বা তেমন কিছু নিয়ে ভাবছিই না। এখন শুধু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজটা নিয়ে ভাবছি। এই সময়টায় আমাদের ফোকসটা টেস্ট সিরিজের উপরেই থাকা উচিত। আমাদের অনেক অভিজ্ঞ প্লেয়াররা আছেন, যাঁরা এমন পরিস্থিতির মধ্যে খেলেছেন। কম বয়সী প্লেয়াররা তাঁদের থেকে সেই বিষয়ে পরামর্শ নেবেন। প্রথম পরীক্ষার আগে আমাদের প্রস্তুতি নেওয়ার জন্য ১০ দিন সময় আছে।'