গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার পর থেকেই তাঁর সাপোর্ট স্টাফ কারা হবেন তা নিয়ে জোর জল্পনা চলছে। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচ কারা হবেন তা নিয়ে এখন জোর চর্চা। বিসিসিআই সূত্রে খবর, গম্ভীরের সাপোর্ট স্টাফদের মধ্যে জায়গা পেতে পারেন অভিষেক নায়ার। তিনি কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত রয়েছেন। প্রাক্তন অলরাউন্ডারকে একজন বিশেষ ব্যাটিং কোচের পরিবর্তে সহকারী কোচ হিসাবে নিয়োগ করা হবে বলে আশা করা হচ্ছে। গম্ভীর নিজেই ব্যাটিং কোচের দায়িত্ব নিতে পারেন। অন্যদিকে, ফিল্ডিং কোচ হিসেবে থেকে যেতে পারেন রাহুল দ্রাবিড়ের জমানার টি দিলীপ।
ভারতের হয়ে তিনটি ওয়ানডে খেলা প্রাক্তন অলরাউন্ডার নায়ার কলকাতা নাইট রাইডার্সে গম্ভীরের সহকারী হিসেবে কাজ করেছেন। তাঁদের মধ্যে তালমিলও ভাল। আর সেই কারণেই গম্ভীর তাঁকে চাইছেন। কেকেআর দলেও বেশ জনপ্রিয় অভিষেক নায়ার। বেশ কয়েকজন খেলোয়াড়ের মুখে তাঁর প্রশাংসাও শোনা গিয়েছে। এছাড়াও, অতীতে ভারতের অধিনায়ক রোহিত শর্মার সঙ্গেও তিনি ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। শোনা যাচ্ছে যে কেকেআরে গম্ভীরের নেতৃত্বে খেলা রায়ান টেন ডোসখাতেকে কোচিং স্টাফ হিসেবে নিয়োগ করা হতে পারে।
বোলিং কোচ পদের ব্যাপারে কিছুই চূড়ান্ত হয়নি। সূত্র থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে বিসিসিআই এবং গম্ভীর লক্ষ্মীপতি বালাজি এবং বিনয় কুমারের মতো নাম বিবেচনা করছে, যারা উভয়েই অতীতে কেকেআর-এ গম্ভীরের সঙ্গে কাজ করেছেন। আবার এটা ভেসে আসছে যে বালাজি বা বিনয় নন, ভারতের বোলিং কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন প্রাক্তন পেসার জাহির খান।
বিসিসিআই প্রধান কোচকে সাধারণত তাদের নিজস্ব সাপোর্ট স্টাফ বাছাই করতে দেয় এবং গম্ভীরের ক্ষেত্রেও তাই হবে। যদিও জানা গিয়েছে, বোলিং কোচ এবং ফিল্ডিং কোচের জন্য প্রাক্তন ভারতীয় ওপেনারের শীর্ষ পছন্দ বোর্ড প্রত্যাখ্যান করেছে। ভারতের প্রাক্তন পেসার আর বিনয় কুমারকে বোলিং কোচ হিসেবে নিয়োগের আগ্রহ দেখিয়েছিলেন গম্ভীর, কিন্তু বোর্ড এই পছন্দের ব্যাপারে আগ্রহ দেখায়নি। হিন্দুস্তান টাইমস জানিয়েছে যে বিসিসিআই ফিল্ডিং কোচ হিসেবে জন্টি রোডসের নামও প্রত্যাখ্যান করেছে। কারণ বিসিসিআই একজন বিদেশি সাপোর্ট স্টাফ নিয়োগ করতে আগ্রহী নয়।