মঙ্গলবার সকালে দিল্লিতে অনুষ্ঠিত ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টেও জয় পেল টিম ইন্ডিয়া। আর এই ম্যাচে সোমবার,একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যাচ্ছে, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রেমিকার সঙ্গে খেলা দেখতে এসে মার খাচ্ছেন প্রেমিক যুবক। আর তা দেখে হাসিতে ফেটে পড়ছে আসমুদ্র হিমাচল।
যুবকের মার খাওয়া কেন ভাইরাল?
একজন মার খাচ্ছেন, আর সকলে হাসছেন? কিন্তু কেন কারো খারাপ সময়, মজা পাচ্ছেন নেটিজেনরা? আসলে এই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে, ভারতীয় বোলাররা যখন মাঠে ওয়েস্ট ইন্ডিজকে অল আউট করার চেষ্টা করছেন, তখন স্টেডিয়ামে দর্শক হিসেবে বসে থাকা গার্লফ্রেন্ড তার পাশে বসা বয়ফ্রেন্ডকে চড় মারছে। সেই বয়ফ্রেন্ড ব্যথায় কাতরাতে থাকেন। সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল।
পঞ্চম দিনে ভারত সাত উইকেটে জয় পেয়েছে। ১২১ রানের লক্ষ্য তাড়া করে ভারত জিতে নেয় ম্যাচ। চতুর্থ দিনের শেষ সেশনে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হওয়ার পর ভারত যদিও, শুরুটা ভাল করতে পারেনি যশস্বী জয়সওয়াল আউট হলেও ভারতের ইনিংস সামলে নেন কেএল রাহুল ও ধ্রুব জুরেল। ফলো অন খাওয়ার পরেও ওয়েস্ট ইন্ডিজ দারুণ ব্যাট করে। ৩১১ রানে ৯ উইকেট হারানোর পর, জাস্টিন গ্রেভস (৫০) এবং জেডেন সিলস (৩২) শেষ উইকেটে ৭৯ রান যোগ করে ভারতকে চাপে রাখেন। জসপ্রীত বুমরা (৩/৪৪) সিলসকে আউট করে ওয়েস্ট ইন্ডিজকে ৩৯০ রানে অল আউট করেন।
ওয়েস্ট ইন্ডিজ তাদের শেষ ইনিংসে সফরের সেরা ব্যাটিং পারফর্ম্যান্স দেখিয়েছে। ওপেনার জন ক্যাম্পবেল (১১৫) এবং শাই হোপ (১০৩) সেঞ্চুরি করেছেন এবং তৃতীয় উইকেটে ১৭৭ রানের জুটি গড়ে দলের প্রত্যাবর্তনকে এ গিয়ে নিয়েছেন। খেলা শেষে ভারতের সংগ্রহ এক উইকেটে ৬৩ রান। কিন্তু এই ম্যাচের ফলাফল এখন পঞ্চম দিনে নির্ধারিত হবে। জয়ের জন্য ভারতের প্রয়োজন ৫৮ রান। সেই রান তুলতে ভারতের সমস্যা হয়নি।