Super Cup: সুপার কাপ সরছে ওড়িশা থেকে, এবার কোথায় হবে টুর্নামেন্ট?

সুপার কাপ আয়োজনের জন্য অনেকটাই এগিয়ে গোয়া। শুক্রবার সকালে বড়সড় নাটকীয় পরিবর্তন না হলে, গোয়ার নাম সুপার কাপ আয়োজক হিসেবে ঘোষণা করার সম্ভাবনা বেশি। লিগ এবং নকআউট মিলিয়ে হবে সুপার কাপ। প্রতিটি আইএসএল দল যাতে সুপার কাপে ন্যূনতম তিনটি ম্যাচ খেলতে পারে, সেভাবেই হবে সূচি।

Advertisement
সুপার কাপ সরছে ওড়িশা থেকে, এবার কোথায় হবে টুর্নামেন্ট?সুপার কাপ ও কল্যাণ চৌবে

সুপার কাপ আয়োজনের জন্য অনেকটাই এগিয়ে গোয়া। শুক্রবার সকালে বড়সড় নাটকীয় পরিবর্তন না হলে, গোয়ার নাম সুপার কাপ আয়োজক হিসেবে ঘোষণা করার সম্ভাবনা বেশি। লিগ এবং নকআউট মিলিয়ে হবে সুপার কাপ। প্রতিটি আইএসএল দল যাতে সুপার কাপে ন্যূনতম তিনটি ম্যাচ খেলতে পারে, সেভাবেই হবে সূচি। যা পরিকল্পনা তাতে নভেম্বরের ফিফা উইন্ডোর আগে গ্রুপ পর্বের সব ম্যাচ শেষ হয়ে যাবে। ফিফা উইন্ডোর পর হবে সেমিফাইনাল এবং ফাইনাল।

অন্যদিকে সুপার কাপের (Super Cup 2025) অংশগ্রহণের বিষয়ে বৃহস্পতিবারের মধ্যে ক্লাবগুলোকে জানাতে বলেছিল ফেডারেশন (AIFF)। ভারতীয় ফুটবলের একটি সূত্র বলছে, বৃহস্পতিবার রাতের দিকে চারটি ক্লাব ফেডারেশনের ওপর সুপার কাপ খেলা নিয়ে শর্ত চাপিয়েছে। এই চারটি ক্লাবের মধ্যে রয়েছে ইস্টবেঙ্গল, চেন্নাইন এফসি, মুম্বই সিটি এফসি, কেরালা ব্লাস্টার্স।

সুপার কাপ নিয়ে প্রয়োজনীয় কিছু তথ্য নির্দিষ্ট সময়ে চেয়েছে ক্লাবগুলো। সম্প্রচারের বিষয়টিও তারা জানতে চেয়েছে। বৃহস্পতিবার রাতের খবর অনুযায়ী, ফেডারেশনের সঙ্গে ক্লাবগুলোর যা কথা হয়েছে তাতে ওড়িশা এফসি ছাড়া আইএসএলের বাকি ১২ ক্লাবের সুপার কাপে খেলার বিষয়ে ফেডারেশন আশাবাদী। ওড়িশার খেলার বিষয়টি শুক্রবার নিশ্চিত হবে। আর ওড়িশা একান্ত না খেললে, আই লিগ থেকে চারটি ক্লাব নেওয়া হবে কিনা সেটাও ফেডারেশন এদিন সিদ্ধান্ত নেবে।

এদিন ফেডারেশনের কার্যকরী সমিতির একটি বৈঠক হয়। ফেডারেশনের ধারণা, নতুন যে কোম্পানিগুলো কমার্শিয়াল পার্টনারের জন্য টেন্ডারে অংশ নেবে তারা সম্ভবত শুধু আইএসএল চালানোর খরচ দিতে চাইবে। তাই আই লিগ, আইডব্লুএলের মতো প্রতিযোগিতার বিনিয়োগকারীর জন্য আলাদা করে টেন্ডার ডাকার ভাবনা রয়েছে ফেডারেশনের। এর মধ্যেই বৃহস্পতিবার ফেডারেশনকে একটি চিঠি দিল ইন্টার কাশী। সেখানে তাদের বক্তব্য, কাশী যে গতবার আই লিগ চ্যাম্পিয়ন হয়ে নতুন মরশুমে আইএসএল খেলবে, সেটা দ্রুত সরকারিভাবে চিঠি দিয়ে জানাক ফেডারেশন।

Advertisement

POST A COMMENT
Advertisement