GT vs PBKS, IPL 2025: লড়েও হার গুজরাতের, শ্রেয়স-শশাঙ্কদের দাপটে ১১ রানে জয় পঞ্জাবের

অল্পের জন্য সেঞ্চুরি পেলেন না শ্রেয়স আইয়ার। দারুণ ছন্দে তিনি। আহমেদাবাদে অনুষ্ঠিত এই ম্যাচে, গুজরাত দলের অধিনায়ক শুভমান গিল টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। জবাবে, পঞ্জাব দল ২৪৪ রানের লক্ষ্য দিল। এই লক্ষ্য তাড়া করতে গেলে রেকর্ড গড়তে হবে গুজরাতকে।

Advertisement
লড়েও হার গুজরাতের, শ্রেয়স-শশাঙ্কদের দাপটে ১১ রানে জয় পঞ্জাবেরশ্রেয়স আইয়ার

অল্পের জন্য সেঞ্চুরি পেলেন না শ্রেয়স আইয়ার। দারুণ ছন্দে তিনি। আহমেদাবাদে অনুষ্ঠিত এই ম্যাচে, গুজরাত দলের অধিনায়ক শুভমান গিল টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। জবাবে, পঞ্জাব দল ২৪৪ রানের লক্ষ্য দিল। এই লক্ষ্য তাড়া করতে গেলে রেকর্ড গড়তে হবে গুজরাতকে।

জয় পঞ্জাবের

শ্রেয়স-শশাঙ্কদের দাপট।বল হাতে শেষদিকে আর্শদীপের দারুণ বোলিং-এ ভর করে ১১ রানে জিতল পঞ্জাব। 

৮৪ রানের জূটি সুদর্শন ও বাটলারের

দারুণ ইনিংস সাই সুদর্শনের। ৪০ বলে করলেন ৮৪ রান। ৪১ বলে ৭৪ রান করেন সাই। 

আউট গিল

১৪ বলে ৩৩ রান করে আউট হলেন ক্যাপ্টেন গিল। ৬১ রানে প্রথম উইকেট হারাল গুজরাত।  

রেকর্ড রান পঞ্জাবের

শ্রেয়সের পাশাপাশি ওপেনার প্রিয়াংশ আর্য ৪৭ রান করেন। শেষ পর্যন্ত, শশাঙ্ক সিং ১৬ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন। গুজরাতের হয়ে সাই কিশোর ৩টি উইকেট নেন।

৯৭ রানে অপরাজিত শ্রেয়স

নন স্ট্রাইকিং এন্ডে থেকে যাওয়ায় ৯৭ রানে অপরাজিত থাকলেন পঞ্জাব ক্যাপ্টেন। দলের জন্য শশাঙ্কের হাতেই দিয়ে রাখলেন স্ট্রাইক। উল্টো দিকে দাঁড়িয়ে তরুণ ক্রিকেটারকে উৎসাহ দিয়ে গেলেন। ২৭ বলে হাফসেঞ্চুরি হাঁকান। সব মিলিয়ে, শ্রেয়াস ৪২ বলে অপরাজিত ৯৭ রান করেন। এই সময় তিনি ৯ টি ছক্কা এবং ৫টি চার মারেন। 

পরপর ধাক্কা খেল পঞ্জাব

স্পিন অস্ত্রেই চাপে পঞ্জাব। ওমরজাইয়ের পর আউট ম্যাক্সওয়েলও। ১০৫ রানে ৫ উইকেট হারাল পঞ্জাব।  

 

এবার পঞ্জাবকে নেতৃত্ব দিচ্ছেন শ্রেয়স আইয়ার। শুভমান গিল গত মরসুম থেকে গুজরাতের অধিনায়ক। শ্রেয়সের নেতৃত্বে, কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) গত বছর আইপিএল ২০২৪ এর শিরোপা জিতেছিল। একই সময়ে, ২০২০ মরসুমে, শ্রেয়সের নেতৃত্বে দিল্লি ক্যাপিটালস (ডিসি) ফাইনালে উঠেছিল। এখন পর্যন্ত আইপিএল শিরোপা জিততে না পাওয়া শ্রেয়সের কাছ থেকে পঞ্জাব কিংসেরও অনেক প্রত্যাশা। পঞ্জাব কিংস ২০১৪ সালের আইপিএল ফাইনালে উঠেছিল, কিন্তু গত ৪ মরসুমে প্রথম ৫-এ জায়গা করে নিতে পারেনি।

Advertisement

 

POST A COMMENT
Advertisement