India vs Australia T20 series 2023 3rd Match Playing 11: মাত্র সপ্তাহখানেক আগেই অস্ট্রেলিয়া ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু এখন ভারতের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজে ব্যাকফুটে সেই বিশ্বজয়ীরাই। সূর্যকুমার যাদবের নেতৃত্বে টিম ইন্ডিয়া আজ গুয়াহাটিতে খেলতে নামবে। আর আজকের ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিন জিতে টিম ইন্ডিয়া সিরিজে 'ক্লিন সুইপ' করার লক্ষ্য নিয়ে নামবে। বিশাখাপত্তনম এবং তিরুবনন্তপুরমে প্রথম দুই ম্যাচই জিতেছে টিম ইন্ডিয়া।
সূর্যকুমার যাদব সিরিজের শুরুতেই বলেছিলেন, টিম ইন্ডিয়া আক্রমণাত্মকভাবে খেলবে। ব্যাটসাররা প্রথম ম্যাচ থেকেই পুরো অ্যাটাক মোডে আছেন। তবে প্রথম দুই ম্যাচে টিম ইন্ডিয়ার ফাস্ট বোলাররা সেভাবে ঝলসে উঠতে পারেননি।
আরশদীপ সিং এবং প্রসিধ কৃষ্ণ দু'জনেরই গড় ইকোনমি রেট দু'টি ম্যাচেই ১০-এর উপরে ছিল। ফলে এটি টিম ইন্ডিয়ার জন্য চিন্তার কারণ হতে পারে। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়াকে মাত্র ৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ রয়েছে। এমতাবস্থায় ফাস্ট বোলারদের পারফরম্যান্স মাঠে টেস্ট করে নেওয়ার এই সুযোগ। প্রথম টি-টোয়েন্টিতে টিম ইন্ডিয়া ক্যাঙ্গারুদের ২ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ৪৪ রানে পরাজিত করে।
ফাস্ট বোলাররা সেভাবে ভরসা জাগাতে পারেননি
টিম ইন্ডিয়া এই সিরিজে দু'টি ম্যাচ জিতেছে। তবুও ফাস্ট বোলাররা সেভাবে ভরসা জাগাতে পারেননি। যদি ২০২৩ বিশ্বকাপের সময় টিম ইন্ডিয়ার রণকৌশল খতিয়ে দেখা হয়, প্লেয়িং ১১-এ খুব বেশি বদল করা হয়নি। শুরু থেকেই যে প্লেয়াররা খেলছিলেন, সেই একই প্লেয়াররা খেলছেন।
হার্দিক পান্ডিয়ার ইনজুরির কারণ মহম্মদ শামি বিশ্বকাপে সুযোগ পেয়েছিলেন। শার্দুল ঠাকুরের পারফরম্যান্সও 'অ্যাভারেজ' বলে উল্লেখ করছেন সমালোচকরা। ফলে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচেও তেমনটাই হতে পারে। প্রথম দুই ম্যাচের প্লেয়িং ১১ নিয়েই খেলতে পারেন অধিনায়ক সূর্যকুমার।
ঈশান কিশান, শুরুতে ওপেনিংয়ের পরিবর্তে ৩ নম্বরে নামছেন। টানা দুটি হাফ সেঞ্চুরি করে দুর্দান্ত পারফর্ম করেছেন। আজ যদি উইকেটে সুইং থাকে, সেক্ষেত্রে শিবম দুবে ভাল অপশন হতে পারেন। তবে স্পিনার অক্ষর প্যাটেল এবং রবি বিষ্ণোই দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। বাঁহাতি ফাস্ট বোলার আরশদীপ সিং, আট ওভারে ৮৭ রান দিয়ে মাত্র ১ উইকেট নিয়েছেন। আজকের ম্যাচে তাঁর বাদ পড়ার আশঙ্কা রয়েছে।
ভারতের সম্ভাব্য প্লেয়িং 11: যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কওয়াড়, ইশান কিশান, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, রিংকু সিং, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, আরশদীপ সিং, প্রসিধ কৃষ্ণ, মুকেশ কুমার।
অস্ট্রেলিয়া টিমে ফিরবেন বেহরেনডর্ফ
অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাঁহাতি ফাস্ট বোলার জেসন বেহরেনডর্ফকে টিমের বাইরেই রেখেছে। কিন্তু বিশাখাপত্তনমে ২৫ রানে ১ উইকেট নিয়ে তিনিই সেরা বোলার ছিলেন।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য প্লেয়িং 11: স্টিভেন স্মিথ, ম্যাথু শর্ট, জশ ইঙ্গলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (অধিনায়ক, উইকেটরক্ষক), অ্যাডাম জাম্পা, নাথান এলিস, জেসন বেহরেনডর্ফ/শন অ্যাবট, তানভীর সাঙ্গা।
গুয়াহাটি T-20 নজর থাকবে রিঙ্কু সিংকে
রিঙ্কু সিং এই সিরিজে ২৩০ স্ট্রাইক রেটে রান করেছেন। প্রথম ম্যাচে, তিনি দলকে সামলাতে ১৪ বলে ২২ রান করেন। পরের ম্যাচে তিনি ৯ বলে ৩১ রান করেন। এমন পরিস্থিতিতে তিনি সবার প্রত্যাশাকে মেটাতে পারেন কিনা, সেদিকেই তাকিয়ে সকলে। অনেকেই এখন তাঁকে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তুলনা করছেন।
অন্যদিকে, এই সিরিজে ওপেনার হিসেবে ঢুকেছেন স্টিভেন স্মিথ। বিশাখাপত্তনমে প্রথম ৮ বলে ৩টি বাউন্ডারি হাঁকিয়ে নজর কাড়েন। স্মিথ ৪১ বলে ৫২ রান করলেও দ্বিতীয় ম্যাচে ১৯ রান করে আউট হন। তৃতীয় ম্যাচের পর স্মিথ দেশে ফিরতে পারেন বলে জল্পনা রয়েছে। এমন পরিস্থিতিতে সিরিজের শেষ ম্যাচে যে তিনি নিজের ১০০% দেবেন, তা ধরে নেওয়াই যায়।