Inzamam Ul Haq-Harbhajan Singh : 'ইনজামাম মানসিক ভারসাম্যহীন, নেশা করে...', এবার বিস্ফোরক হরভজন

ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে হরভজন সিং বিস্ফোরক মন্তব্য করেন ইনজামামকে নিয়ে। ইসলাম ধর্ম গ্রহণের ইচ্ছে প্রকাশ করেছিলেন হরভজন সিং। দাবি করেছিলেন ইনজামাম। এবার তার পাল্টা বিস্ফোরক হরভজন।

Advertisement
'ইনজামাম মানসিক ভারসাম্যহীন, নেশা করে...', এবার বিস্ফোরক হরভজন Inzamam Ul Haq-Harbhajan Singh
হাইলাইটস
  • ইনজামাম উল হককে নিয়ে বিস্ফোরক হরভজন
  • এবার তিনি পাল্টা দিলেন প্রাক্তন পাক অধিনায়ককে

ইসলাম ধর্ম গ্রহণের ইচ্ছে প্রকাশ করেছিলেন হরভজন সিং। সাক্ষাৎকার দেওয়ার সময় এই দাবি করেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হক। যা নিয়ে ইতিমধ্যে শোরগোল শুরু হয়েছে। এবার ইনজামাম সম্পর্কে বিস্ফোরক ভারতের প্রাক্তন স্পিনার। ইনজামামের বক্তব্য আদৌ সত্য নয়, এবং তা নিয়ে তিনি বেশ বিরক্ত সাফ বুঝিয়ে দিয়েছেন হরভজন। 

ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে হরভজন সিং বিস্ফোরক মন্তব্য করেন ইনজামামকে নিয়ে। তিনি বলেন, ইনজামাম মানসিক ভারসাম্য হারিয়েছেন। তাঁর ডাক্তার দেখানো দরকার। তাঁর কথায়, 'আমি শুধু বলতে চাই, কেউ প্লিজ ইনজামাম উল হককে ডাক্তারের কাছে নিয়ে যান। ওঁর মানসিক ভারসাম্য ঠিক নেই। দয়া করে তাঁকে ডাক্তারের কাছে নিয়ে যান। কী সব আজেবাজে বকছে। আমি একজন গর্বিত শিখ।  শিখ পরিবারে জন্মগ্রহণ করে আমি গর্বিত।'

তিনি বলেন, 'কেন যে ইনজামাম এসব নাটক মিডিয়ার সামনে করছেন আমি জানি না। আমি জানি না, তিনি কীভাবে এই সমস্ত বিবৃতি দেওয়ার সিদ্ধান্ত নিলেন। আমি জানি না, কতটা মদ খেয়ে বা ধূমপান করে এসব ফালতু বকছেন। ও হয়তো মাতাল অবস্থায় এসব বলেছে। পরদিন সকালে কিছুই মনে থাকবে না।' 

প্রসঙ্গত, সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। আর সেই ভিডিওতে ইনজামাম বলেন, 'মাওলানা তারিক জামিল প্রতিদিন আমাদের সঙ্গে দেখা করতে আসতেন। নামাজ পড়ার জন্য একটি ঘর ছিল। তিনি নামাজের পর আমাদের সঙ্গে কথা বলতেন। দু-এক দিন পর আমরা ইরফান পাঠান, জাহির খান এবং মহম্মদ কাইফকে নামাজ পড়ার জন্য ডাকতে শুরু করি। দেখলাম আরও ২-৩ জন ভারতীয় খেলোয়াড়ও যোগ দিত, তারা যদিও নামাজ পড়ত না, মাওলানা শুনত।' 

ইনজামাম আরও বলেন, 'হরভজন একবার আমাকে বলেছিলেন যে আমার হৃদয় আমাকে বলে যে মাওলানা যা বলেন, আমার তা মেনে নেওয়া উচিত। আমি বললাম তাহলে তাঁকে অনুসরণ করো। তোমাকে কে থামাচ্ছে? ভাজ্জি উত্তর দিলেন যে আমি আপনার দিকে তাকিয়ে তারপর থামি। তোমার জীবনটা এমন না। আমরাই আমাদের ধর্ম পালন করছি না। আমাদের দোষী হওয়া উচিত।'

Advertisement

 

POST A COMMENT
Advertisement