Hardik Pandya Natasa Stankovic Divorce : জল্পনাই সত্যি হল, বিয়ের ৪ বছর পর নতাশার সঙ্গে বিচ্ছেদ ঘোষণা হার্দিকের

হার্দিক পান্ডিয়ার ডিভোর্স। বিয়ের চার বছর পর নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে সম্পর্ক ভাঙছে ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার। ডিভোর্সের খবরটি নিশ্চিত করেছেন হার্দিক নিজেই।

Advertisement
জল্পনাই সত্যি হল, বিয়ের ৪ বছর পর নতাশার সঙ্গে বিচ্ছেদ ঘোষণা হার্দিকেরhardik pandya natasa stankovic divorce
হাইলাইটস
  • হার্দিক পান্ডিয়ার ডিভোর্স
  • বিয়ের চার বছর পর নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে সম্পর্ক ভাঙছে ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার

হার্দিক পান্ডিয়ার ডিভোর্স। বিয়ের চার বছর পর নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে সম্পর্ক ভাঙছে ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার। ডিভোর্সের খবরটি নিশ্চিত করেছেন হার্দিক নিজেই। গত কয়েকদিন ধরেই তাঁদের বিচ্ছেদের খবর শোনা যাচ্ছিল। সম্প্রতি নতাশাও তাঁর বাবা-মায়ের বাড়িতে গিয়েছিলেন। এমনকি আম্বানির বিয়েতেও হার্দিককে একাই মজা করতে দেখা যায়। পোস্টটি শেয়ার করে হার্দিক জানান, তাঁদের দুজনের জন্য এই সিদ্ধান্ত খুব কঠিন ছিল। 

পোস্টটি শেয়ার করে হার্দিক লিখেছেন, 'চার বছর একসঙ্গে থাকার পর নতাশা এবং আমি পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মনে হয়, এটাই আমাদের জন্য সঠিক সিদ্ধান্ত।'

হার্দিক আরও লেখেন, 'আমাদের একসঙ্গে কাটানো আনন্দের মুহূর্ত, পারস্পরিক শ্রদ্ধা এবং সম্মানের সঙ্গে যে সময় কাটিয়েছি এবং উপভোগ করেছি, তা মনে থাকবে। সবটা একটা পরিবারের মতো ছিল।'

 হার্দিক আরও জানিয়েছেন কে তাঁর ছেলে অগস্ত্যের দেখভাল করবেন। লিখেছেন,'আমরা ভাগ্যবান যে আমাদের জীবনে অগস্ত্য রয়েছে। সে সবসময় আমাদের জীবনের ভিত্তি হয়ে থাকবে। আমরা দুজনে মিলে তাঁর দেখাশোনা করব। সে যাতে পৃথিবীর সব সুখ পায় তা নিশ্চিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। তার সুখের জন্য আমরা যা যা করার করব।'

প্রসঙ্গত, নতাশা মঙ্গলবার সার্বিয়ায় তাঁর বাবা-মায়ের বাড়িতে যান। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনিই এই তথ্য জানিয়েছেন। এরপর মুম্বই বিমানবন্দরে দেখা যায় নাতাশাকে। নতাশার সঙ্গে ছেলে অগস্ত্যকেও দেখা যায়। 

২০২০ সালে দুবাইয়ে নতাসাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। পরে ২০২০ সালের ৩১ মে বিয়ে করেন হার্দিক ও নাতাশা। সেই বছরের ৩০ জুলাই এই দম্পতি তাদের ছেলে অগস্ত্যকে স্বাগত জানান।  

নতাশা একজন সার্বিয়ান মডেল। তিনি ২০১২ সালে ভারতে আসেন। প্রকাশ ঝা-এর সত্যাগ্রহ ছবিতে একটি আইটেম গানে তাঁর ডেবিউ হয়। এরপর তিনি বিগ বস এবং নাচ বলিয়ে-এর মতো রিয়েলিটি শো-এরও অংশ ছিলেন। 

Advertisement

POST A COMMENT
Advertisement