চোটের কারণে খেলতে পারেননি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (ICC World Cup 2023)। মাঝ সিরিজেই ফিরতে হয়। IPL 2024-এ খেলতে পারবেন তো? আইপিএল টুর্নামেন্টের অন্যতম দামী প্লেয়ার হার্দিক পান্ডিয়াকে নিয়ে এমনই সব প্রশ্নের মধ্যেই এল সুখবর। ভারতের তারকা অল রাউন্ডার ফিরলেন IPL 2024-এর ট্রেনিংয়ে।
গোড়ালিতে চোটের জেরে দক্ষিণ আফ্রিকা সফরেও যেতে পারেননি হার্দিক। আফগানিস্তানের বিরুদ্ধে T20 সিরিজেও খেলছেন না তিনি। ওই সিরিজে অধিনায়ক রোহিত শর্মা। তবে আইপিএল-এ হার্দিকের কামব্যাকের সম্ভাবনা অনেকটাই জোরাল।
আইপিএল-এর ট্রেনিংয়ে ওয়ার্ক আউটের ভিডিও পোস্ট করেছেন হার্দিক পান্ডিয়া। মুম্বই ইন্ডিয়ান্স ইতিমধ্যেই হার্দিককে অধিনায়ক ঘোষণা করে দিয়েছে। রোহিত শর্মার অধীনেই আইপিএল কেরিয়ার শুরু হয়েছিল হার্দিকের। মুম্বইয়েই উত্থান হয়েছিল। সেখান থেকেই জাতীয় দলে সুযোগ। সেই রোহিতকে সরিয়েই এখন হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করেছে মুম্বই।
গুজরাট টাইটান্সের অধিনায়ক ছিলেন হার্দিক পান্ডিয়া। এমনকr রিটেনশন লিস্টেও তাঁর নাম ছিল। রিটেনশন লিস্ট জমা দেওয়ার ঘণ্টা দুয়েকের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। ট্রেডিংয়ে হার্দিক পান্ডিয়াকে কিনে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএল ট্রেডিংয়ের নিয়ম অনুযায়ী, কোনও দল সংশ্লিষ্ট প্লেয়ারকে যে টাকায় রিটেন করে, অল ক্যাশ ডিল-এ সেই টাকাতেই নেয়। যে দল নিচ্ছে তাদের পার্স থেকে সেই টাকা বিয়োগও হয়। এবং নিয়ম মেনে আইপিএলের বেঁধে দেওয়া পার্সের সীমিত টাকা থেকেই নিতে হয়।
রবিবারই আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য ঘোষিত হয়েছে ভারতীয় দল। দীর্ঘদিন পরে ভারতের টি-২০ দলে কামব্যাক করেছেন দুই সিনিয়র তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি। কিন্তু ফিট না হওয়ায় এই সিরিজেও দলের বাইরেই থাকতে হয়েছে হার্দিককে। ভক্তরা অধীৱ আগ্রহে তাঁর প্রত্যাবর্তনের প্রতীক্ষায় দিন গুনছেন।