Hardik Pandya: 'ওই ৭-৮ মাস...' টি২০ বিশ্বকাপ নিয়ে আবেগী পোস্ট হার্দিকের, কী লিখলেন?

গত বছর এইদিনই টি২০ বিশ্বকাপ (ICC T20 World Cup 2024) জিতেছিল ভারতীয় দল (Team India)। আর সেই জয়ের বর্ষপূর্তি উপলক্ষে আবেগঘন ভিডিও পোস্ত করলেন ভারতের টি২০ দলের অন্যতম তারকা হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ২০০৭ সালের পর, প্রথমবার টি২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। সে কথা মনে করিয়ে ভিডিও করেছেন হার্দিক। যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Advertisement
'ওই ৭-৮ মাস...' টি২০ বিশ্বকাপ নিয়ে আবেগী পোস্ট হার্দিকের, কী লিখলেন?হার্দিক পান্ডিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪

গত বছর এইদিনই টি২০ বিশ্বকাপ (ICC T20 World Cup 2024) জিতেছিল ভারতীয় দল (Team India)। আর সেই জয়ের বর্ষপূর্তি উপলক্ষে আবেগঘন ভিডিও পোস্ত করলেন ভারতের টি২০ দলের অন্যতম তারকা হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ২০০৭ সালের পর, প্রথমবার টি২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। সে কথা মনে করিয়ে ভিডিও করেছেন হার্দিক। যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

হার্দিকের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল
পাণ্ডিয়া ফাইনাল ম্যাচে ব্যাট হাতে দুই বল খেলে ৫ রান করেছিলেন। তবে দুর্দান্ত বোলিং করে, ৩ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন। হেনরিখ ক্লাসেনের (৫২ রান, ২৭ বল) গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে তিনি ভারতকে ম্যাচে ফেরান। পাণ্ডিয়া তাঁর পোস্টে লিখেছেন, 'আমার জন্য, দেশের হয়ে খেলা ছিল স্বপ্ন, আশীর্বাদ। ২০১১ সালে, আমি এই দলের হয়ে উদযাপন করছিলাম। সবসময় চাইতাম বিশ্বকাপ জিততে। এটি আমার সেরাটা বের করে আনে। আমি সবসময় নিজেকে বিশ্বকাপ ফাইনালের শেষ বল বল করার বা শেষ রান মারার কল্পনা করতাম।' 

'খুব খারাপ সময় কেটেছিল'
বিশ্বকাপের আগে সাত-আট মাস খুব খারাপ কেটেছিল হার্দিকের। তারপর এমন কামব্যাক যেন সত্যিই রূপকথাকেও হার মানায়। হার্দিক সেদিনের কথা জানিয়ে লেখেন, 'গত ৬-৭-৮ মাস খুব কঠিন ছিল, কিন্তু সেদিন সবকিছু আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। আর আমি কেবল ভাবছিলাম অবশেষে, আমি দেশের জন্য এটা করেছি।' 

সূর্য কুমার যাদবের একটি স্মরণীয় ক্যাচ
ফাইনাল ম্যাচে শেষ ওভার অবধি টানটান উত্তেজনা ব্জায় ছিল। শেষ ওভারের প্রথম বলে, ডেভিড মিলার লং অফের দিকে একটি উঁচু শট খেলেন, কিন্তু তিনি বাউন্ডারি অতিক্রম করতে পারেননি। সূর্যকুমার যাদব বাউন্ডারি লাইনের কাছে দুর্দান্ত ভারসাম্য দেখিয়ে বলটি বাতাসে ছুঁড়ে মারেন এবং ক্যাচটি সম্পূর্ণ করার জন্য ভিতরে ফিরে আসেন। এই ক্যাচটিকে আইসিসি টুর্নামেন্টের ইতিহাসের সেরা ক্যাচগুলির মধ্যে গণ্য করা হয়। 

Advertisement

POST A COMMENT
Advertisement