T20 বিশ্বকাপ ম্যাচের ভেন্যু বদলের দাবি বাংলাদেশের, রাজি হল আইসিসি?

৪ জানুয়ারি এই সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। ঠিক তার কয়েক ঘণ্টা আগেই আইসিসিকে চিঠি পাঠায় বিসিবি। সূত্রের খবর, এখনই চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও আইসিসি বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।

Advertisement
T20 বিশ্বকাপ ম্যাচের ভেন্যু বদলের দাবি বাংলাদেশের, রাজি হল আইসিসি?

টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে নতুন করে জটিলতা। বাংলাদেশের ম্যাচের ভেন্যু পরিবর্তনের দাবিতে আনুষ্ঠানিকভাবে আইসিসির দ্বারস্থ হল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)। নিরাপত্তাজনিত উদ্বেগের কথা তুলে ধরে তারা অনুরোধ করেছে, ভারতের বদলে সহ-আয়োজক শ্রীলঙ্কায় ম্যাচগুলি সরিয়ে নেওয়া হোক।

৪ জানুয়ারি এই সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। ঠিক তার কয়েক ঘণ্টা আগেই আইসিসিকে চিঠি পাঠায় বিসিবি। সূত্রের খবর, এখনই চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও আইসিসি বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।

মুস্তাফিজ বিতর্কের জেরেই উত্তেজনা
এই ঘটনার পেছনে রয়েছে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ছেড়ে দেওয়া নিয়ে তৈরি হওয়া বিতর্ক। শনিবার বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় মুস্তাফিজকে রিলিজ করার জন্য। উল্লেখ্য, নিলামে তাঁকে ৯.২০ কোটি টাকায় কিনেছিল কেকেআর।

ভারতে কয়েকটি দক্ষিণপন্থী সংগঠন এই সিদ্ধান্তের বিরোধিতা করে বিসিসিআইকে আক্রমণ করেছিল। তাদের অভিযোগ, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগের আবহে কোনও বাংলাদেশি ক্রিকেটারকে আইপিএলে খেলতে দেওয়া উচিত নয়।

বাংলাদেশ সরকারের কড়া প্রতিক্রিয়া
এই সিদ্ধান্তে ক্ষুব্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাশে দাঁড়ায় দেশের অন্তর্বর্তী সরকারও। মুস্তাফিজকে রিলিজ করার পর সরকার বিসিবিকে নির্দেশ দেয় বিষয়টি আইসিসির সামনে তোলার জন্য এবং বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে সরানোর দাবি জানাতে।

বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল কড়া ভাষায় বলেন, “বাংলাদেশ ও তার ক্রিকেটারদের অপমান কোনওভাবেই মেনে নেওয়া হবে না।” তাঁর এই মন্তব্যের পর বিষয়টি আন্তর্জাতিক স্তরে আরও গুরুত্ব পায়।

আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় বিশ্ব ক্রিকেট
রবিবার দুপুরে, ৪ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে আইসিসিকে। এখন ক্রিকেট মহলের নজর আইসিসির সিদ্ধান্তের দিকে। যদি এই অনুরোধ গ্রহণ করা হয়, তাহলে পাকিস্তান ও বাংলাদেশের সব টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ শ্রীলঙ্কাতেই অনুষ্ঠিত হতে পারে বলে মনে করা হচ্ছে। এই সিদ্ধান্ত বিশ্বকাপের সূচি ও ভেন্যু পরিকল্পনায় বড় প্রভাব ফেলতে পারে বলেই মত বিশেষজ্ঞদের।

 

Advertisement

POST A COMMENT
Advertisement