আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে চোটের কারণে বাদ পড়েছেন তারকা ক্রিকেটার আনরিখ নকিয়া। দক্ষিণ আফ্রিকার প্রাথমিক দলে জায়গা হয়নি এই পেসারের। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পরেই আইপিএল খেলতে ভারতে আসার কথা ছিল এই তারকা বোলারের। ফলে আইসিসি মেগা ইভেন্টের আগে যেমন চিন্তা বাড়াল টেম্বা বাভুমা, হেনরিক ক্লাসেনদের। একই সঙ্গে চাপ বাড়ল কেকেআরের উপরও।
চোট সমস্যা বারবার ভুগিয়েছে নকিয়াকে
চোটের কারণে ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে খেলতে পারেননি আনরিখ নকিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য মুখিয়ে ছিলেন তিনি। কিন্তু সাউথ আফ্রিকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে শরীরের পিছনের অংশে চোট পেয়েছেন প্রোটিয়া তারকা। স্ক্যান হয়েছে নকিয়ার। চিকিতসকদের মতে আগামী কয়েক সপ্তাহ মাঠে নামতে পারবেন না তিনি।
তবে এখনই নকিয়াকে নিয়ে পুরোপুরি আশা ছাড়ছে না দক্ষিণ আফ্রিকা দল। প্রাথমিক দলে নাম থাকায় ১২ ফেব্রুয়ারি পর্যন্ত কোনও সমস্যা নেই। আইসিসি নিয়ম অনুযায়ী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ঘোষিত দলে পরিবর্তন করা যেতে পারে। নকিয়ার চোট নিয়ে সেভাবে কোনও আপডেটও মেলেনি এখনও। তাই শেষ পর্যন্ত দেখেই দলের আগুনে পেসারকে নিয়ে কোন সিদ্ধান্তে আসতে চাইছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড।
তবে কেকেআর সমর্থকদের আশা, দ্রুত চোট কাটিয়ে ফিরবেন এই প্রোটিয়া তারকা। আইপিএল ২০২৫-এর মেগা নিলামে আনরিখ নকিয়াকে ৬.৫ কোটি টাকার বিনিময়ে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। গত মরসুমে কেকেআর-এর হয়ে খেলা মিশেল স্টার্কের বদলি হিসেবে নেওয়া হয়েছিল তাঁকে। তবে নকিয়ার চোট কতটা গুরুতর তা নিয়ে এখনও কিছু জানা না গেলেও আইপিএলের নতুন মরশুম শুরুর আগে আনরিখ নকিয়ার চোটের খবর কিছুটা হলেও চিন্তা বাড়িয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্টের।
নরকিয়ার পরিবর্তে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নতুন খেলোয়াড়ের নাম খুব শিগগিরই ঘোষণা করা হবে দক্ষিণ আফ্রিকা। এই তালিকায় এগিয়ে আছেন জেরাল্ড কোয়েৎজি। গত নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ডারবানের টেস্টে গ্রোইনের চোট পাওয়ার পর আবার জোহানেসবার্গ সুপার কিংসের হয়ে খেলায় ফিরেছেন।