অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে টিম ইন্ডিয়া পিছিয়ে পড়লেও নিজের ফর্ম ধরে রেখেছেন জসপ্রীত বুমরাহ। তাঁর বলের গতি ও সুইং নাজেহাল করে ছাড়ছে অজি ক্রিকেটারদের। একের পর এক গুরুত্বপূর্ণ উইকেট তুলে টিমকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেছেন তিনি। তার পুরস্কারও পেলেন ভারতীয় পেশার। র্যাঙ্কিংয়ের শূীর্ষস্থানে উঠে এলেন তিনি।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল সোমবার র্যাঙ্কিং তালিকা প্রকাশ করেছে। সেই তালিকার শীর্ষে রয়েছেন জসপ্রীত। অনেক পয়েন্টে এগিয়েও রয়েছেন তিনি। তাঁর এখন পয়েন্ট ৯০৭।
পয়েন্টের দিক থেকে নজির গড়েছেন বুমরাহ। প্রথম ভারতীয় বোলার হিসেবে এত পয়েন্ট পেয়েছেন তিনি। প্রাক্তন স্পিনার রবীচন্দ্রন অশ্বিন ২০১৬ সালে ৯০৪ পয়েন্ট পেয়েছিলেন। তারপর থেকে আর কোনও ভারতীয় বোলার এত পয়েন্ট পাননি। তবে এবার সেই রেকর্ড গড়লেন বুমরাহ।
এই পয়েন্ট পাওয়ার ফলে বিশ্বের সর্বশ্রেষ্ঠ বোলারদের তালিকাতেও জায়গা করে নিয়েছেন বুমরাহ। ৯০৭ রেটিং পয়েন্ট সহ ইংল্যান্ডের স্পিনার ডেরেক আন্ডারউডের সঙ্গে যৌথভাবে ১৭ তম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি। এই তালিকায় আরও যাঁরা রয়েছেন তাঁরা হলেন, ইংল্যান্ডের ফাস্ট বোলার সিডনি বার্নস (৯৩২) এবং জর্জ লোহম্যান (৯৩১) প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় ও চতুর্থ তালিকায় রয়েছেন ইমরান খান (৯২২) এবং মুরালিধরন (৯২০)।
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে এখন টেস্ট সিরিজ চলছে। সিরিজে ২-১ এ এগিয়ে রয়েছে প্যাট কামিন্স। ৪ টেস্টের মধ্যে সবথেকে বেশি উইকেট নিয়েছেন বুমরাহ। তাঁর সংগ্রহে ৩০ উইকেট। দ্বিতীয় স্থানে রয়েছেন প্যাট কামিন্স। তাঁর দখলে ২০ উইকেট।