scorecardresearch
 

World Cup 2023: বিশ্বকাপ শুরুর আগে জেনে রাখুন কিছু অভিনব রেকর্ড, অবাক হবেন

World Cup 2023: দুয়ারে কড়া নাড়ছে ক্রিকেট বিশ্বকাপ। আর মাত্র কিছুদিন পরই শুরু হয়ে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর। বিশ্বের সেরা ১০ টি দল লড়াই করবে একটি বিশ্বকাপ ট্রফির জন্য। তবে বিশ্বকাপের অনেক মজার তথ্যই আমাদের অজানা। ক্রিকেটের যুদ্ধ শুরু হবার আগে চলুন জেনে নিই কয়েকটি মজাদার রেকর্ডের।

Advertisement
বিশ্বকাপকে করে তুলুন আরও উপভোগ্য, শুরুর আগে জেনে রাখুন কিছু হাতেগরম তথ্য বিশ্বকাপকে করে তুলুন আরও উপভোগ্য, শুরুর আগে জেনে রাখুন কিছু হাতেগরম তথ্য
হাইলাইটস
  • বিশ্বকাপকে শুরুর আগে জেনে রাখুন
  • কিছু অভিনব রেকর্ডের তথ্য
  • মিলছে না অনেক অঙ্কই
  • যা অনেকেই জানেন না

World Cup 2023 Wonder Records: ওয়ানডে ক্রিকেট ওয়ার্ল্ড কাপের শুরু ৫ অক্টোবর থেকে হচ্ছে। যা ১৯ নভেম্বর পর্যন্ত চলবে। এবার ওয়ার্ল্ডকাপ ক্রিকেটে রথী মহারথীদের দিকে নজর থাকবে। কিছু রেকর্ডের দিকে নজর থাকবে। যা হয়তো এবারও ভাঙতে পারবে না কেউ। যদি ভাঙেও তাহলে এই সমস্ত খেলোয়াড়দের নিজেদের ছাপিয়ে গিয়ে পারফরম্যান্স করতে হবে। যদিও ক্রিকেট সব সময়ই অনিশ্চয়তার খেলা এই পরিস্থিতি যদি রেকর্ড ভেঙে যায় তাহলেও কোনও আশ্চর্যের চেয়ে কম হবে না। আমরা আপনাকে জানিয়ে দিই যে, এই ধরনের পাঁচটি রেকর্ড এর বিষয়ে যা ভেঙে ফেলা অত্যন্ত কঠিন কাজ।

দরজায় কড়া নাড়ছে ক্রিকেট বিশ্বকাপ। আর মাত্র কিছুদিন পরই শুরু হয়ে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর। টেস্ট এ টি২০-র মতো ফরম্যাট থাকতেও এখনও সবচেয়ে আকর্ষণীয় এবং বড় টুর্নামেন্ট একদিনের ক্রিকেটের বিশ্বকাপের আসর।বিশ্বের সেরা ১০ টি দল লড়াই করবে বিশ্বকাপ ট্রফি হাতে তোলার জন্য। প্রতিবারই এই বিশ্বকাপকে ঘিরে তৈরি হয় নানা মজাদার রেকর্ড। যেগুলির কিছু আমাদের জানা হলেও, অনেকগুলিই আমাদের অজানা। কিছু অজানা মজাদার তথ্য জেনে নিই।

ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশিবার জয়ী দল

আরও পড়ুন

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশিবার জয়ী দল হচ্ছে অস্ট্রেলিয়া৷ ১৯৯৯ থেকে ২০১১ সময়ের মধ্যে টানা ৩৪টি বিশ্বকাপ ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া৷ এই সময়ের মধ্যে ৩ বার বিশ্বকাপ জয় করেছে ক্যাঙারুবাহিনী ৷ আর এই সাফল্য অর্জন করতে গিয়ে ১৫টি দলকে হারিয়েছে তারা৷

বিশ্বকাপের সবচেয়ে জোরে বলটি কার?

পাকিস্তানের প্রাক্তন জোরে বোলার শোয়েব আখতারের দখলে রয়েছে বিশ্বকাপে সবচেয়ে দ্রুত গতির বল করার রেকর্ড৷ ২০০৩ সালের বিশ্বকাপের একটি ম্যাচে প্রতি ঘণ্টায় ১০০ মাইল (১৬০ দশমিক নয় কিলোমিটার) গতিতে বল করেন তিনি৷ 

বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বয়স্ক ও কনিষ্ঠ খেলোয়াড়

Advertisement

বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হচ্ছেন নেদারল্যান্ডসের নোলান ক্লার্ক৷ ১৯৯৬ বিশ্বকাপ খেলার সময় তাঁর বয়স ছিল প্রায় ৪৮ বছর৷ আর ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে কমবয়সি খেলোয়াড় হচ্ছেন বাংলাদেশের তালহা জুবায়ের।

প্রথমবার রঙিন বল ও জার্সিতে ক্রিকেট কবে?

১৯৯২ সালের বিশ্বকাপেই প্রথম সাদা বল ও রঙিন পোশাকে খেলা হয়। এর আগের বিশ্বকাপগুলোতে লাল বল ও সাদা পোশাকে খেলা হতো।

 

Advertisement