scorecardresearch
 

ICC ODI World Cup 2023: বিশ্বকাপের আগে ২ তারকার খারাপ ফর্ম, আর কী নিয়ে চিন্তিত টিম ইন্ডিয়া?

আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (ICC World Cup 2023) শুরু হতে আর কয়েকদিন বাকি। এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত। বিশ্বকাপের আগে দুই তারকা খেলোয়াড়ের ফর্ম টিম ইন্ডিয়ার (Team India) জন্য উদ্বেগের কারণ। 

Advertisement
টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়া

আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (ICC World Cup 2023) শুরু হতে আর কয়েকদিন বাকি। এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত। বিশ্বকাপের আগে দুই তারকা খেলোয়াড়ের ফর্ম টিম ইন্ডিয়ার (Team India) জন্য উদ্বেগের কারণ। 
 

শার্দূলের বোলিং দক্ষতা
অস্ট্রেলিয়ার বিপক্ষে সাম্প্রতিক ওয়ানডে সিরিজে বল হাতে অনেক দামি প্রমাণিত হন শার্দুল। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে শার্দুল ১৪ ওভারে মোট ১১৩ রান দিয়েছেন এবং কোনো উইকেট পাননি। শার্দুল এখন পর্যন্ত ৪৪টি ওডিআই ম্যাচ খেলেছেন, তাঁর ইকোনমি রেট ৬.২৪। শার্দুল যেহেতু ব্যাট হাতেও বেশ পারদর্শী তিনি। তাই প্লেয়িং-১১ এ তাঁকে মহম্মদ শামির চেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। কিন্তু এভাবে রান দিতে থাকলে ভারতের ঝামেলা বাড়বে নিশ্চিত। মিডল অর্ডার ব্যাটসম্যান সূর্যকুমার যাদবের ওয়ানডে ফর্মও বিশেষ কিছু হয়নি। এখনও পর্যন্ত, সূর্য ৩০ টি ওডিআই ম্যাচের ২৮ ইনিংসে ২৭.৭৯ গড়ে ৬৬৭ রান করেছেন। করেছেন চারটি হাফ সেঞ্চুরি। তবে ভালো ব্যাপার হলো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দুটি হাফ সেঞ্চুরি করে ফর্মে ফেরার লক্ষণ দেখালেন সূর্য।
 

সূর্যকুমারের ব্যাটিং নিয়ে চিন্তা
বিশ্বকাপ চলাকালীন, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান এবং কেএল-এর সঙ্গে প্লেয়িং-11-এ খুব একটা সুযোগ নাও পেতে পারেন তিনি। সাম্প্রতিক সময়ে ভারতীয় দলের দুর্বল ফিল্ডিংও উদ্বেগের কারণ, যা বিশ্বকাপের স্বপ্নকে ধাক্কা দিতে পারে। এশিয়া কাপ ২০২৩ এবং অস্ট্রেলিয়া সিরিজে ভারতীয় খেলোয়াড়দের খারাপ ফিল্ডিং করেছিলেন। আধুনিক ক্রিকেটে ব্যাটিং ও বোলিং-এর পাশাপাশি ফিল্ডিং-ও গুরুত্বপূর্ণ। তাই ভালো ফিল্ডিং করতে না পারলে দল সমস্যায় পড়তে পারে।
 

আরও পড়ুন

বিশ্বকাপের জন্য ভারতের চূড়ান্ত স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, জাসপ্রীত বুমরা, শুভমান গিল, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শ্রেয়াস আইয়ার, রবীন্দ্র জাদেজা, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মহম্মদ শামী ও শার্দুল ঠাকুর। 

Advertisement

Advertisement