আইসিসি প্রেসিডেন্ট জয় শাহ ও মুস্তাফিজুর রহমানআন্তর্জাতিক ক্রিকেটে বড়সড় ধাক্কা খেল বাংলাদেশ। T20 বিশ্বকাপের ম্যাচ ভারতের মাটিতে খেলতে রাজি হচ্ছিল না বাংলাদেশ। অজুহাত দিয়েছিল, প্লেয়ারদের নিরাপত্তার স্বার্থে। কিন্তু বাংলাদেশের এই আবেদন পত্রপাঠ খারিজ করে দিল ICC। স্পষ্ট জানিয়ে দিল, T20 বিশ্বকাপে বাংলাদেশের যেসব ম্যাচ ভারতে হওয়ার সূচি রয়েছে, সেই ম্যাচগুলি ভারতেই খেলতে হবে বাংলাদেশকে। অন্যদিকে IPL-এ KKR দল থেকে বাদ পড়ার পরে পাকিস্তান সুপার লিগে যোগ দিলেন বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশও পাকিস্তানের পথে হাঁটার চেষ্টা করেছিল
ভারত বা পাকিস্তান একে অপরের দেশে দীর্ঘদিন ধরেই ক্রিকেট ম্যাচ খেলে না। তাই ভারত-পাকিস্তান ম্যাচ বিদেশেই রাখা হয়, ভারত ও পাকিস্তানের বাইরে। এবার বাংলাদেশও পাকিস্তানের পথে হাঁটার চেষ্টা করেছিল। বস্তুত, যাবতীয় বিতর্কের সূত্রপাত IPL-এ KKR দলে মুস্তাফিজুর রহমানকে নিয়ে। ভারতে তীব্র বিরোধিতার জেরে মুস্তাফিজুরকে বাদ দিতে হয়েছে দলের মালিক শাহরুখ খানকে। মুস্তাফিজুর ছাঁটাইয়ে খেপে গিয়েছে বাংলাদেশ। ইউনূস প্রশাসনের সিদ্ধান্ত, IPL সম্প্রচার করা হবে না বাংলাদেশে। অনির্দিষ্টকালের জন্য।
বাংলাদেশের ন্যাকামি ধোপে টিকল না আইসিসি-তে
এই ঘটনার পরেই হঠাত্ বিসিবি জানায়, তারা ভারতে নিরাপত্তার স্বার্থে খেলতে রাজি নয়। এদিকে T20 বিশ্বকাপের সূচি ঘোষণা করা হয়ে গিয়েছে। বাংলাদেশের একাধিক ম্যাচ রয়েছে কলকাতায় ইডেনে। এহেন পরিস্থিতিতে বাংলাদেশের আবেদন মানতে হলে পুরো সূচি বদল করতে হবে। এছাড়া ক্রিকেটের সঙ্গে একটি বিরাট ব্যবসায়িক স্বার্থও জড়িয়ে রয়েছে। T20 World Cup-এর ম্যাচ ভারতের মাটিতে খেলা নিয়ে বাংলাদেশের ন্যাকামি ধোপে টিকল না আইসিসি-তে। ভার্চুয়াল মিটিংয়ে আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, বাংলাদেশকে ভারতের মাটিতেই খেলতে হবে। ভেন্যুতে কোনও বদল করা হবে না।
পাকিস্তান সুপার লিগ এমনিতেই ধুঁকছে
পাকিস্তানও সুযোগের খোঁজেই ছিল। পাকিস্তান সুপার লিগ এমনিতেই ধুঁকছে। অতীতে দেখা গিয়েছে, পাকিস্তানের এই লিগে হেয়ার ড্রায়ারের মতো উপহারও দেওয়া হয় ক্রিকেটারদের। মুস্তাফিজুর আইপিএল থেকে বাদ পড়ার পরেই পাকিস্তান সুপার লিগ তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে ঘোষণা করে দিল, মুস্তাফিজুর তাদের লিগে খেলবেন। যার নির্যাস, ভারতকে সাইডে করে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের 'পিরিত' এখন চরমে।
ভারতের চেষ্টাতেই টেস্ট ক্রিকেট খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ
অতীতে PSL-এ খেলেছেন মুস্তাফিজুর। ৮ বছর আগে। সে বার লাহোর কালান্দার্সের সঙ্গে খেলেছিলেন মুস্তাফিজুর। এমনিতেই বাংলাদেশের মাটি পাকিস্তানের জঙ্গিদের এখন অবাধ বিচরণভূমি। ইউনূসের প্রশাসনের সঙ্গে ঘন ঘন মিটিংও চলছে পাকিস্তানের সেনা কর্তাদের। এবার ক্রিকেটেও পাকিস্তান-বাংলাদেশ দোস্তি দেখানো চলছে। কিন্তু বাংলাদেশ বোধ হয় ভুলে গিয়েছে, যখন জনমোহন ডালমিয়া আইসিসি প্রেসিডেন্ট ছিলেন, তখন তাঁরই হস্তক্ষেপে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে খেলার সুযোগ পেয়েছিল। কোনও দেশ বাংলাদেশের সঙ্গে টেস্ট খেলতে চাইছিল না সে বার। ভারতের সঙ্গে প্রথম ম্যাচ খেলেছিল। ভারত না থাকলে শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ ক্রিকেটটাও তৈরি হত না।